জন্ম নিবন্ধন অনলাইন তথ্য যাচাই।

আমাদের এই আর্টিকেল থেকে জানতে পারবেন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা যায়। শুধুমাত্র একটি স্মার্ট ফোনের মাধ্যমেই ঘরে বসে আপনার birth certificate info যাচাই করতে পারবেন। সম্পুর্ণ আর্টিকেলেটি পড়ার অনুরোধ থাকবে এবং জন্ম নিবন্ধন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন।

এখন খুব সহজে নকল জন্ম নিবন্ধন বা Fake birth certificate তৈরি করা সম্ভব। আপনি বুঝতেও পারবেন না যে কোনটি আসল এবং কোনটি নকল। তাই কোনো সময় যদি জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার প্রয়োজন হয়, তাহলে এই নিয়ম অবলম্বন করে স্মার্ট ফোন দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন তথ্য যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন অনলাইন তথ্য।

বাংলাদেশে যেসকল জন্ম নিবন্ধন সরকার কর্তৃক প্রদান করা হয়েছে, এই সকল সনদ অনলাইন সার্ভারে যুক্ত করা রয়েছে। তাই আপনি যেকোনো সময় একটি অর্জিনাল জন্ম সনদ এর তথ্য অনলাইনে দেখতে পারবেন। তবে, অবশ্যই জন্ম নিবন্ধন এর সিরিয়াল নাম্বার ১৭ ডিজিটের হতে হবে। কেননা সর্বশেষ ২০১১ তে জন্ম নিবন্ধন ইনফর্মেশন অনলাইন সার্ভার এ যুক্ত করা হয়েছে। এর আগে যাদের সনদ দেওয়া হয়েছে, তাদের তথ্য অনলাইনে যুক্ত করা হয়নি।

জন্ম নিবন্ধন তথ্য যাচাই এর ক্ষেত্রে আমাদের কয়েকটি তথ্য প্রয়োজন হবে! যেমন: birth certificate সিরিয়াল নম্বর এবং dd-mm-yyy দিতে হবে, এরপর আপনার জন্ম নিবন্ধন দেখা যাবে অনলাইনে। বাংলাদেশে জন্ম নিবন্ধন এর দুটি ভার্সন রয়েছে।

১। বাংলা
২। ইংলিশ

বেশীরভাগ জন্ম নিবন্ধন সনদে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে! তবে, বর্তমানে অনেক কাজে বাংলার পাশাপাশি ইংলিশ ও প্রয়োজন হয়। যেসকল কাজের জন্য birth certificate English লাগবে, যেমন: পাসপোর্ট , ভিসা ইত্যাদি। তাই কখনো জন্ম নিবন্ধন এর কোনো তথ্য আপডেট করতে হলে, চেষ্টা করবেন সঙ্গে ইংলিশ ভার্সনটি ও যুক্ত করার জন্য।

জন্ম নিবন্ধন অনলাইন তথ্য যাচাই করার নিয়ম।

জন্ম নিবন্ধন অনলাইন তথ্য যাচাই করতে BDRIS এর https://everify.bdris.gov.bd সাইটে ডিজিট করে, আপনার Birth Registration নম্বর দিতে হবে। এরপর, Birth Registration date দিতে হবে। নিচে একটি ক্যাপচা কোড পূরণ করে “অনুসন্ধান” অপশনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন তথ্য দেখতে পারবেন।

১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করা যাবে এই ওয়েবসাইট থেকে। যদি আপনার birth certificate এর রেজিস্ট্রেশন নম্বর ১৬ ডিজিটের হয়ে থাকে তাহলেও সেটি অনলাইনে যাচাই করা যাবে, এ বিষয়ে পরবর্তী আর্টিকেল থেকে জানার চেষ্টা করব।

Birth Certificate Information check

  • ক্লিক: https://everify.bdris.gov.bd
  • ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লিখুন।
  • নিবন্ধন অনুযায়ী DD-MM-YYY লিখুন।
  • সঠিক ভাবে ক্যাপচা কোড পূরণ করুন।
  • চিহ্নিত অনুসন্ধান অপশনে ক্লিক করুন।

পেজটি লোড হওয়ার কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন তথ্য চলে এসেছে। এখানে আপনার সনদ এর সকল তথ্য দেখা যাবে। বাংলায় ও ইংরেজিতে দেখতে পারবেন! (English যদি আপডেট করে থাকেন পূর্বে) এখানে যে সকল তথ্য দেখানো হবে, এর সঙ্গে যদি কাগজের হুবহু মিল পাওয়া যায় তাহলে সেই সনদটি অরজিনাল।

ফেক জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।

অনেকেই মনে করতে পারেন যে, নকল জন্ম নিবন্ধন বা ফেক জন্ম নিবন্ধন যাচাই করা যাবে! কেননা এখন সাধারণ কাগজ দেখে নকল/আসল কিছুই বুঝতে পারবেন না। যদি কেউ ফেক জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার চেষ্টা করেন, তাহলে জীবনেও আপনার সনদ এর তথ্য অনলাইনে দেখা যাবে না।

যদি বিশেষ কোনো কাজে অন্য কারও জন্ম নিবন্ধন চেক বা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি উপরের নিয়ম অবলম্বন করে সনদ যাচাই করবেন। নকল জন্ম নিবন্ধন তৈরি করা খুবই সহজ। তাই তথ্য যাচাই না করে কোনো ধাপ এগিয়ে না যাওয়া ভালো।

জন্ম নিবন্ধন তথ্য পাওয়া না গেলে।

অনেক সময় দেখা যায় জন্ম নিবন্ধন তথ্য পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আপনি সর্বপ্রথম পুণরায় চেষ্টা করবেন এরপরেও যদি না আসে তাহলে নিচের তথ্য গুলো দেখতে পারেন চেক করে।

১। Birth Registration নম্বর ভুল লিখলে।
২। জন্ম তারিখ ভুল ফরম্যাট লিখলে।
৩। ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন না হলে।
৪। ক্যাপচা কোড সঠিক ভাবে না দিলে।
৫। নকল/ফেক জন্ম নিবন্ধন হলে।

এই সমস্ত বিষয় অবশ্যই মনে রাখবেন। একটি তথ্য ভুল সাবমিট করলে আপনার সনদ এর কোনো কিছু পাওয়া যাবে না।

আরোও পড়ুন: জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

আশাকরি বুঝতে পেরেছেন! যদি কোনো কিছু বুঝতে সমসসা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন। এবং নিয়মিত আমাদের সাইট BDRIS ভিজিট করুন জন্ম নিবন্ধন তথ্য ও যেকোনো সমস্যার সমাধান জানতে। ধন্যবাদ।

Leave a Comment