জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps কিভাবে কাজ করে এই পোস্টে জানতে পারবেন। এবং birth certificate check apps কোথায় পাবেন সেটিও জানতে পারবেন এই পোস্ট থেকে। তাহলে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

জন্ম নিবন্ধন যাচাই অ্যাপস অনেকেই খোঁজে থাকেন! কিন্তু সত্যিই কি জন্ম নিবন্ধন যাচাই অ্যাপস রয়েছে ? এর উত্তর হলো আমরা যদি গুগল প্লে স্টোরে সার্চ করে jonmonibondon Apps লিখে তাহলে সেখানে অনেক গুলো অ্যাপস শো করতে পারে। এর মধ্যে কোনটি ব্যবহার করবেন ? বা ব্যবহার করা যাবে কিনা।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps যদি আপনার প্রয়োজন হয়, তাহলে কিভাবে সেটি ব্যবহার করবেন ? এরজন্য আপনাকে একটি birth certificate check apps download করতে হবে। কিন্তু, জন্ম নিবন্ধন অধিদপ্তর হইতে কোনো জন্ম নিবন্ধন অফিসিয়াল অ্যাপস প্রকাশ করা হয়নি।

এজন্য, যদি আপনি জন্ম নিবন্ধন যাচাই অনলাইনে চেক করতে চান! তাহলে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। Google Play এখানে যেসকল জন্ম নিবন্ধন অ্যাপস রয়েছে সব গুলো ফেক বা third-party অ্যাপস। এটি মোবাইলে ইন্সটল করলে ক্ষতিকর কারন হতে পারে।

জন্ম নিবন্ধন অ্যাপস এন্ড্রোয়েড মোবাইল এবং জন্ম নিবন্ধন সফটওয়ার অফিসিয়ালি নেই। আপনি যে ডিভাইস থেকেই birth certificate check করেন না কেনো আপনাকে ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

জন্ম নিবন্ধন যাচাই APPS বিকল্প কি

আপনি জন্ম নিবন্ধন যাচাই APPS এর বিকল্প হিসেবে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। যেখানে আপনার জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের সিরিয়াল নম্বর, এবং জন্ম তারিখ সাবমিট করলে! আপনার সনদের সকল তথ্য দেখা যাবে। এটি যেকোনো সময় দেখতে পারবেন।

বাংলাদেশ জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট ব্যবহার করে যেকোনো ব্যক্তি তার তথ্য দেখতে পারবে। এখানে আপনাকে দুটি জিনিস প্রদান করতে হবে। যেমন:

  • জন্ম নিবন্ধন নম্বর।
  • জন্ম নিবন্ধন তারিখ।

এই দুটি দিয়ে আপনি আপনার birth certificate check চেক করতে পারবেন। এছাড়াও চাইলে আপনি আমাদের ওয়েবসাইট BDRISBD এর মাধ্যমেও জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। এজন্য নিচে নিয়ম দেখুন।

BDRISBD জন্ম নিবন্ধন চেক করার নিয়ম।

BDRISBD মাধ্যমে জন্ম নিবন্ধন চেক করার জন্য নিচের ফর্মে আপনার জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ (YYY-MM-DD) লিখে “জন্ম নিবন্ধন চেক” ক্লিক করলেই আপনার সনদের ফলাফল দেখতে পারবেন।

উপরে বক্সে আপনার জন্ম নিবন্ধন এর তথ্য দিয়ে যাচাই করতে পারবেন। (অফিসিয়াল ওয়েবসাইট: everify.bdris.gov.bd) এখানে আপনার জন্ম নিবন্ধন ফলাফল দেখতে পারবেন।

বাংলাদেশে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট।

বাংলাদেশে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইটের লিংক https://everify.bdris.gov.bd এটি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যেকেউ তার তথ্য দেখতে পারবে।
এছাড়াও অনেক ওয়েবসাইটের মাধ্যমে জন্ম নিবন্ধন চেক করা যায়! তবে সেগুলোতে ফলাফল দেখা যায় না।

জন্ম নিবন্ধন ফলাফল দেখার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। অনেক সময় একবার তথ্য দেওয়ার পর কোনো ফলাফল না আসলে, পরর্বতী আবার চেষ্টা করবেন।

আরোও পড়ুন: কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই।

অফিসিয়াল বা থার্টপার্টি, যদি তথ্য না আসে! তাহলে আবারো সঠিক ভাবে তথ্য লিখে চেষ্টা করবেন। বাংলাদেশে একসঙ্গে লক্ষ্য লক্ষ্য মানুষ অনলাইনে তাদের জন্ম নিবন্ধন চেক করে। তাই অনেক সময় সার্ভারজনিত সমস্যার কারণে সঠিক ফলাফল আসে না। এজন্য দ্বিতীয়বার তথ্য দিয়ে চেক করা উত্তম হবে।

আশাকরি, আমার এই পোস্টের বিষয় বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমসসা হয়ে থাক, তাহলে কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।

Leave a Comment