বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।
বাংলাদেশের যেকোনো যেকোনো গ্রাহক বিকাশের মাধ্যমে বিদ্যুত বিল পরিশোধ করতে পারবে। সকল প্রকার কারেন্টের বিল অনলাইনে বিকাশের মাধ্যমে কিভাবে পরিশোধ করবেন, জানতে হলে এই পোস্টটি সম্পুর্ণ দেখতে হবে। এবং, ঘরে বসেই কোনো প্রকার অতিরিক্ত ফি ছাড়াই বিদ্যুত বিল পরিশোধ করা যাবে।
আমাদের দেশে প্রায় কয়েকটি বিদ্যুত প্রদান কারী প্রতিষ্ঠান রয়েছে। আপনি ঘরে বসে পল্লি না নেস্কো বিদ্যুত বিল পরিশোধ করতে পারবেন। বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমানে টাকা থাকলে এই বিল পরিশোধ করতে পারবেন। এবং, সঙ্গে পেতে পারেন ক্যাশ রেওয়ার্ড, যা মেইন ব্যালান্স যুক্ত হবে।
বিকাশে বিদ্যুৎ বিল কিভাবে দিবো।
বর্তমানে অনলাইনে আপনার বিদ্যুত বিল দেখতে পারবেন! এবং, পরিশোধ ও করতে পারবেন মাত্র কয়েকটি ক্লিকেই। বিকাশের মাধ্যমে আপনি সম্পুর্ণ বিনামুল্যে ফিতে আপনার বিল পরিশোধ করতে পারবেন।
এর জন্য কাস্টমার নাম্বার বা কনজ্যুমার নম্বর প্রয়োজন হবে। আমরা দেখব কিভাবে Nesco bidyut bill এবং palli bidyut পরিশোধ করবেন। এছাড়াও, বিকাশের পাশাপাশি আপনি অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আপনার বিদ্যুত বিল পরিশোধ করতে পারবেন। তবে, বিকাশে সব থেকে সহজ হবে।
তো, আমরা আগে দেখবো কিভাবে বিকাশে বিদ্যুত বিল চেক করতে হয়। এবং, পরবর্তী বিল প্রদানের নিয়ম জানবো। এর জন্য যেকোনো মাসের বিদ্যুত বিলের কপি লাগবে। অর্থাৎ, গতমাসে বা তার আগের যেকোনো একটি বিদ্যুৎ এর কাগজ প্রয়োজন হবে।
বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম।
সর্বপ্রথম চুলে যাবেন আপনার বিকাশ একাউন্টে, সেখানে পিন দিয়ে আপনার বিকাশ একাউন্টে লগইন করুন। এবং এরপর pay bill এখানে চাপ দিন।
এরপর, পরবর্তী আপনি যে কোম্পানির বিদ্যুত ব্যবহার করেন সেটি খোঁজে বের করার করার জন্য Electricity এখানে ক্লিক করুন। এবং সেই কোম্পানির নাম খুঁজে বের করুন। অথবা নাম সার্চ করুন।
এরপর আপনার বিলের থাকা কনজ্যুমার নম্বর বের করে এখানে লিখুন। অবশ্যই এটি সঠিক ভাবে লিখতে হবে। একটি ভুল লিখলে আপনার বিলের তথ্য দেখা যাবে না।
বিলের মাস এবং consumer নম্বর লিখার পর, নিচে থাকা proceed to pay এখানে ক্লিক করুন।
এখন এখানে দেখতে পারবেন আপনার বিদ্যুত বিল কত এসেছে। এবং গ্রাহকের নাম ও দেখা যাবে এখানে। এভাবে খুব সহজে bidyut bill check করতে পারবেন। অনলাইনে বিদ্যুত বিল এভাবে যেকোনো কোম্পানির চেক করতে পারবেন। শুধু কাস্টমার নাম্বার বা কনজ্যুমার নম্বর সঠিক ভাবে লিখতে হবে।
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার সময়।
বিকাশে বিদ্যুত বিল দেওয়ার নিয়ম এখন জানতে পারবেন। আমারা উপরের ধাপ গুলো ফলো করবো। সর্বপ্রথম আমাদের কে বিকাশ অ্যাপে যেতে হবে। এরপর, পে বিল বা pay bill এখানে যাবেন।
এরপর, আপনার বিদ্যুত সেবা প্রদানকারী কোম্পানির নাম খোঁজে বের করুন। এবং সেখানে ক্লিক করুন। পরবর্তী আপনার কাস্টমার নাম্বার অথবা, কনজ্যুমার নম্বর লিখে proceed to pay এখানে ক্লিক করুন।
এরপর, বিলের পরিমাণ, ব্যক্তির নাম, ও শেষ তারিখ দেখতে পারবেন। সব ঠিক থাকলে Tap to continue এখানে চাপ দিবেন। সর্বশেষ পেজ থেকে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে আপনার বিদ্যুত বিল পরিশোধ হয়ে যাবে। এবং এমন একটি ইন্টারপেজ দেখা যাবে।
দেখুন এই বিল পরিশোধ হয়ে গেছে। এখন কিভাবে এর বিল রিসিপ্ট কিভাবে দেখবেন। এর জন্য নিচের নিয়ম ফলো করতে পারেন।
বিকাশ বিল রিসিট কিভাবে ডাউনলোড করবো।
এখন দেখবো কিভাবে Bkash bidyut bill receipt download করবেন। তো, আমাদের বিল পরিশোধ হয়ে গেলে আমরা একটু পিছনে চলে আসবো। এরপর দেখতে পাবো Receipt and tokens নামের একটি অপশন সেখানে ক্লিক করবেন।
এখানে যাওয়ার পর আপনি এযাবৎ যতগুলো বিল পরিশোধ করেছেন সব লিস্ট পেয়ে যাবেন। যদি, আপনি একদম নতুন বিকাশে বিদ্যুত বিল দিয়ে থাকেন, তাহলে প্রথমেই দেখতে পারবেন মাসের নাম এবং পাশে ডাউনলোড অপশন রয়েছে। সেখানে ক্লিক করে বিদ্যুত বিল পরিশোধের পিডিএফ কপি পেয়ে যাবেন।
এমন একটি পিডিএফ ফাইল আপনাকে দেওয়া হবে। প্রয়োজনের ক্ষেত্রে আপনি এটি সেভ করে রাখতে পারেন আপনার ডিভাইসে। আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে বিকাশে কারেন্টের বিল দিবেন।
বিদ্যুত বিল postpaid ও prepaid মানে কি।
অনেকে প্রশ্ন থাকতে পারে যে postpaid এবং prepaid এর মানে কি। সাধারনত এর দুটি মানে রয়েছে।
- Postpaid – ব্যবহারের পরে পরিশোধ।
- Prepaid – ব্যবহারের পূর্বে পরিশোধ।
Postpaid বিদ্যুৎ বিল কি।
পোস্টপেইড বিদ্যুৎ হচ্ছে আপনি ব্যবহারের পর যে বিল দিচ্ছেন সেটা। বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই মেটার রয়েছে, এখানে সাধারণত আমরা ব্যবহার করি এবং পরবর্তী মাসে আমাদের কে বিলের কপি দেওয়া হয়।
আরোও পড়ুন: অনলাইনে মামলা দেখার নিয়ম।
নির্দিষ্ট তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে পরর্বতী এটার সঙ্গে এক্সট্রা ভ্যাট যুক্ত করা হয়। এবং, আপনি সেই বিলটি পরিশোধ করতে গেলে আপনাকে ভ্যাট দিতে হবে। যত লেট করে বিল দিবেন আপনার ভ্যাট তত বৃদ্ধি পাবে। তাই বিল আসার পর নির্দিষ্ট তারিখের পূর্বেই আপনার বিদ্যুৎ বিল প্রদান করুন।
Prepaid বিদ্যুত বিল কি।
প্রিপেইড বিদ্যুত হচ্ছে আপনাকে আগে টাকা পরিশোধ করতে হবে, এবং পরবর্তী ব্যবহার করতে পারবেন। এটি বাংলাদেশের সকল জায়গায় এখনো সঠিক ভাবে চালু হয়নি। তবে, ঢাকার কিছু কিছু জায়গায় প্রিপেইড কারেন্টের মেটার চালু হয়েছে।
এখানে, আপনাকে ব্যবহারের আগেই বিল দিতে হবে। যেমন ধরুন মোবাইল রিচার্জ, এটা আমরা আগে লোড করি এবং পরবর্তী কথা বলে বা ব্যাবহার করি। সেই রকম ভাবে আপনি যে পরিমাণে টাকা লোড করবেন সেই টাকা অনুযায়ী আপনার বিদ্যুত সংযোগ চালু থাকবে। টাকার মেয়াদ বা টাকা শেষ হয়ে গেলে আপনার বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যাবে।
আশাকরি বুঝতে পেরেছেন। যদি আরো কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন! আল্লাহ হাফেজ।