জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন বা শিশুদের পাসপোর্ট করতে কি কি লাগবে? জানতে হলে আপনাকে এই আর্টিকেলটি পড়তে হয়। যদি, এনআইডি না থাকে এক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ দিয়ে অনলাইনে পাসপোর্ট আবেদন করা যাবে।
বাচ্চাদের বা যাদের এখনো ভোটার আইডি কার্ড হয়নি তারা কিভাবে পাসপোর্ট আবেদন করবেন! বাংলাদেশের নিয়ম অনুযায়ী জন্মগত বাংলাদেশি, সকল মানুষ পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে। যদি এনআইডি কার্ড না থাকে, তাহলেও আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন দিয়ে ই-পাসপোর্ট।
পাসপোর্ট হলো আপনার দেশের বাহিরে নিজের পরিচয় প্রমাণের একমাত্র ডকুমেন্ট। যদি আপনি ফ্যামিলি বা পরিবার নিয়ে দেশের বাহিরে যেতে চান! তাহলে সকল ব্যক্তির পাসপোর্ট প্রয়োজন হবে। এমতবস্থায় যদি আপনার সঙ্গে এমন কোনো ব্যক্তি যায়, যার এখনো nid হয়নি তাহলে কি করবেন?
এরজন্য আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে হবে। এবং আপনার তথ্য যাচাই এরপর জন্ম নিবন্ধন দিয়ে সঠিক ভাবে পাসপোর্ট তৈরি হয়ে যাবে। এর জন্য কি কি কাগজ লাগবে তা জানা জরুরী। সব কিছু সঠিকভাবে যেনে, শুনে, এরপর পাসপোর্ট এর জন্য আবেদন করবেন। আশাকরি আপনার পাসপোর্ট দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
অবশ্যই আপনার জন্ম নিবন্ধন (birth certificate) ডিজিটাল এবং অনলাইন থাকতে হবে। সাধারণত পাসপোর্ট আবেদনের সময় যেসমস্ত তথ্য প্রদান করা হয়, সকল তথ্য তারা ম্যানুয়ালি চেক করে, এরপর পাসপোর্ট রেডি করে যদি সমস্যা না থাকে।
জন্ম নিবন্ধন দিয়ে ই-পাসপোর্ট করতে কি কি লাগবে।
জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই-পাসপোর্ট আবেদন করতে পারবেন! তবে, পূর্বে জানতে হবে এর জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে। নিচে থেকে দেখতে পারেন nid ছাড়া ই-পাসপোর্ট করতে কি কি লাগবে।
- ডিজিটাল জন্ম নিবন্ধন (BN+EN) ভার্সন।
- পিতা-মাতার পরিচয়পত্রের ফটোকপি।
পাসপোর্ট আবেদন সামারি (অনলাইনের) - পাসপোর্ট আবেদন ফর্ম।
- পাসপোর্ট ফি পরিষদের রশীদ।
- 3R Size এর Lab Print ছবি।
যদি, অপ্রাপ্ত কোনো ব্যক্তি পাসপোর্ট এর জন্য আবেদন করতে চান! তাহলে এই সমস্ত তথ্য আপনাকে সংগ্রহ করে সকল কাগজ একত্র করে আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। এরপর, আপনার সকল তথ্য যাচাই করা হবে। এবং, সবকিছু ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট হয়ে যাবে।
এবার আসি আপনার জন্ম নিবন্ধন সনদ এর ব্যাপারে! আপনি অনলাইনে নিজের জন্ম নিবন্ধন সনদ চেক করে দেখতে পারবেন birth certificate সম্পর্কে। এখানে যদি আপনার শুধু বাংলা ভার্সন থাকে, এক্ষেত্রে আপনাকে ইংলিশ ভার্সন ও যুক্ত করতে হবে। ইংলিশ জন্ম নিবন্ধন ও বাংলা জন্ম নিবন্ধন থাকতে হবে।
অপ্রাপ্ত বয়স্কদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট।
আমরা আরো কয়েকটি বিষয় জানার চেষ্টা করবো। যদি ব্যক্তির বয়স ১৮ এর নিচে হয় তাহলে সে ৫ বছরের জন্য পাসপোর্ট আবেদন করতে পারবেন। এবং, বয়স ১৮ বছরের উপরে হলে ১০ বছরের জন্য পাসপোর্ট নিতে পারবেন।
এছাড়াও, ১৮-২০ বছরের ব্যক্তির হলে ভোটার আইডি অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন ব্যবহার করে পাসপোর্ট আবেদন করতে পারবেন। তবে, আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেটি দিয়ে করার চেষ্টা করবেন।
যখন আপনার বয়স ২০ এর উপরে হবে, তখন শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই পাসপোর্ট আবেদন করা যাবে। জন্ম নিবন্ধন দিয়ে সেই সময় পাসপোর্ট আবেদন করা যাবে না।
সকল ব্যক্তির ক্ষেত্রে পাসপোর্ট আবেদন ফি একই। বাংলাদেশে ৫ বছর এবং ১০ বছর মেয়াদি পাসপোর্ট প্রদান করে থাকে বাংলাদেশে সরকার। উপরে যে তথ্য আমরা জানতে পারলাম, সেটি অনেকের উপকারে আসবে। চেষ্টা করবেন এনআইডি হলে সেটি দিয়ে নতুন পাসপোর্ট আবেদন করার জন্য।
আশাকরি বুঝতে পেরেছেন! বাচ্চাদের পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে। যদি আপনার আরো কোনো তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে কমেন্টে আমাদের কে জানাতে পারেন। ধন্যবাদ।