অনলাইনে কাজী অফিসের ঠিকানা ও কাজীর নাম্বার বের করার নিয়ম।
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কাজী অফিসের ঠিকানা, এবং কাজীর মোবাইল নাম্বার বের করতে পারবেন। মুসলিমদের বিবাহর জন্য (kazi) প্রয়োজন হয়ে থাকে, বাংলাদেশে বৈধ বিবাহের জন্য কাজের প্রয়োজন হয়। কিভাবে আপনার নিকটস্থ কাজী অফিসের ঠিকানা ও কাজীর নাম্বার বের করবেন! বিস্তারিত আমরা এই পোস্টের জানার চেষ্টা করব।
যেকোনো ধর্মে পবিত্র একটি বন্ধন হলো বিবাহ ( marriage ) বাংলাদেশে মুসলিম পরিবারে বিবাহর ক্ষেত্রে কাজীর প্রয়োজনীয়তা আবশ্যক। কাজী অফিসে বিয়ে করার নিয়ম থাকলেও অনেকেই রয়েছেন যারা নিজ বাড়ি, স্থান থেকে শুভ কাজটি সর্ম্পূণ করতে চান। এক্ষেত্রে নিকটস্থ কাজীকে জানালে তিনি এসে কাবিন ও বিবাহের কাজটি সর্ম্পূণ করবে।
অনলাইনে কাজী অফিসের ঠিকানা।
বাংলাদেশে লাইসেন্স প্রাপ্ত সকল কাজীর নাম, ঠিকানা, nid নম্বর, ও মোবাইল নাম্বার অনলাইনে দেওয়া রয়েছে। আপনার নিকটস্থ কাজীর ঠিকানা ও নাম্বার পাবেন একটি ওয়েবসাইট থেকে। বাংলাদেশে ৮টি বিভাগ, ৪৬ জেলার যেকোনো স্থান থেকে আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন।
তবে, যদি কাজী নিজে এসে কাবিন ও বিবাহ সর্ম্পূণ করেন! এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। এছাড়াও বিয়ের কাবিননামা অনলাইন করতে পারবেন (বিবাহর পূর্বে কাজীর সঙ্গে এই বিষয় কথা বলতে হবে) বর্তমান সময়ে কাবিননামা অনলাইনে চেক করা যায়, তবে অবশ্যই অভয়ের প্রাপ্ত বয়স্ক হতে হবে। এবং, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
সাধারণত প্রতিটি জেলায় কাজী অফিস রয়েছে। তবে, আপনাকে কাজী অফিসের ঠিকানা অনুসন্ধান করার ক্ষেত্রে উপজেলা / পৌরসভা নির্বাচন করতে হবে। অর্থাৎ, আপনি যদি উপজেলার মধ্যে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হবে। নিচের তথ্য ও ছবি সঠিক ভাবে লক্ষ্য করলে সহজে বুঝতে পারবেন।
অনলাইনে কাজী অফিসের ঠিকানা ও নাম্বার কিভাবে বের করবেন।
বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কাজী অফিসের ঠিকানা ও কাজীর নাম্বার পেতে ভিজিট করুন https://marriage.gov.bd হোমপেজ থেকে “মুসলিম বিবাহ নিবন্ধক গনের তালিকা” নির্বাচন করুন! এরপর “আপনার বিভাগ নির্বাচন করুন” পরর্বতী উপজেলা / পৌরসভা নির্বাচন করে আপনার ইউনিয়ন সিলেক্ট করলেই দেখতে পারেন সেই ইউনিয়নের কাজী অফিসের ঠিকানা ও কাজীর মোবাইল নাম্বার।
কাজী অফিসের ঠিকানা পেতে সর্বপ্রথম উপরের লিংকে প্রবেশ করুন। এরপর দেখতে পারবেন “মুসলিম বিবাহ নিবন্ধক গনের তালিকা” নামের একটি অপশন রয়েছে সেটি ক্লিক করুন।
এরপর, আমাদের কে বিভাগ নির্বাচন করতে হবে। বাংলাদেশের ৮টি বিভাগ আপনি যে বিভাগে বসবাস করতেছেন সেটি নির্বাচন করতে হবে।
পরবর্তী জেলার নাম এবং উপজেলা / পৌরসভা দেখতে পারবো। আপনি যেখানে বসবাস সেটি নির্বাচন করবেন, বাংলাদেশে সকল পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে কাজী অফিস রয়েছে, আমি উপজেলার ইউনিয়ন পরিষদে বসবাস করি এটা দিলাম।
এখানে কয়েকটি উপজেলা আসতে পারে, আপনি যে উপজেলায় বসবাস করেন সেটির উপরে চাপ দিন।
এখন আমাদের কে ইউনিয়ন নির্বাচন করতে হবে। যেহুতু একটি উপজেলার মধ্যে কয়েকটি ইউনিয়ন থাকে, তাই আপনাকে ভালোভাবে দেখে ক্লিক করতে হবে।
সর্বশেষ দেখতে পারবেন আপনার সামনে কাজীর অফিসের সকল তথ্য চলে এসেছে।
এখানে আপনি কাজীর নাম, কাজীর অফিসের ঠিকানা, কাজীর মোবাইল নাম্বার, সহ আরো অন্যন্য তথ্য দেখতে পারবেন। এই ভাবে আপনি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কাজীর মোবাইল নাম্বার ও কাজী অফিসের ঠিকানা বের করতে পারবেন।
আরোও পড়ুন: ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ আবেদন করার নিয়ম।
অনলাইনে কাবিননামা চেক করা যাবে।
অনেকে সার্চ করেন কিভাবে অনলাইনে কাবিননামা চেক করবেন। এর জন্য চেষ্টা করবেন বিবাহের পূর্বে কাজীর সঙ্গে এই বিষয় যোগাযোগ করতে। একই ওয়েবসাইট থেকে আপনি কাবিননামা চেক করতে পারবেন। তবে, পূর্বে অনলাইনে রেজিস্টার করতে হবে।
কাবিননামা চেক করার জন্য অনলাইন থেকে একটি ফরম সংগ্রহ করতে হবে। এরপর এটি সঠিক ভাবে পূরণ করে এবং দুজন স্বাক্ষীর জাতীয় পরিচয়পত্র (কপি) সহ কাজীকে জমা দিলে সেটি অনলাইনে রেজিস্টার করে দিবেন।
পরবর্তী, আপনার কখনও কাবিননামা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে পুনরায় সংগ্রহ করতে পারবেন। বর্তমান সময়ে সার্ভার জটিলতার জন্য কিছু সমস্যা হতে পারে। তবে কাজী সাহেবকে এই বিষয় যদি অবগত করে রাখেন, পরর্বতী সার্ভার ঠিক হওয়ার পর আপনার কাবিননামা অনলাইন রেজিস্টার করে দিবে।
আশাকরি বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।