ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জানার জন্য পুরো আরটিকেলটি পড়তে হবে। আমাদের আজকের আলোচনা Indian visa status check নিয়ে। যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা দেখতে পারবেন, আপনার ভিসা তৈরি হয়েছে কিনা। এবং ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে বিস্তারিত।
ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন, বাংলাদেশ থেকে অনেকেই বিভিন্ন কারণে ইন্ডিয়াতে যেতে হয়! এর জন্য ভারত সরকারের অনুমোদন বা ভিসা প্রয়োজন হয়। যদি, আপনি ভারতের ভিসা আবেদন করেন, তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। নিচের নিয়ম অনুসরণ করুন।
ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ।
বাংলাদেশের অসংখ্য মানুষ, ইন্ডিয়ান ভিসা আবেদন করেছেন! তারা অনলাইনে দেখতে পারবেন আপনার ভিসার বর্তমান অবস্থা। এরজন্য পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নম্বর প্রয়োজন হবে। এই দুটি দিয়ে অনলাইনে থেকে ইন্ডিয়ান ভিসা চেক করা যাবে।
ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন করার ৩-১০ কার্যদিবসের মধ্যে সাধারণত ভিসা প্রস্তুত হয়। তবে, যদি আপনার কাগজের কোনো সমসসা থাকে এক্ষেত্রে আরো সময় বেশি লাগতে পারে। এছাড়াও ভিসা ভেদে আরো সময় লাগতে পারে। কয়েক ধরনের ভিসার মাধ্যমে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন।
ভিসা আবেদনের শেষ আপনাকে যে কাগজটি দেওয়া হয়েছে সেখানে , Application ID রয়েছে। এছাড়াও আপনার যে পাসপোর্ট রয়েছে সেটি প্রয়োজন হবে। এখানে আপনাকে কোনো প্রকার জন্ম তারিখ দেওয়ার প্রয়োজন হবে না। নিচের নিয়ম দেখুন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম।
ইন্ডিয়ান ভিসা চেক করার করতে https://track.easyindianvisa.info এখানে, Application ID এবং Passport লিখুন! এরপর, “SUBMIT” লিখাতে ক্লিক করলে আপনার ইন্ডিয়ান ভিসার বর্তমান অবস্থা দেখতে পারবেন।
সহজে ভারতীয় ভিসা চেক করার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে শুধু দুটি তথ্য দিয়ে আপনি আপনার ভিসার বর্তমান অবস্থা জানতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে! এটি সাধারণত ৩-১০ কার্যদিবসের মধ্যে আপনার ভিসা সম্পুর্ণ তৈরি হয়ে যাবে। আপনি যেকোনো সময় অনলাইনে ইন্ডিয়ান চেক করে জানতে পারবেন চলমান অবস্থা। এতে করে আপনাকে বার বার ভিসা অফিসে যেতে হবে না।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। এর জন্য সব চেয়ে সহজ উপায় হলো, https://track.easyindianvisa.info এই সাইটে গিয়ে আপনার তথ্য দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যাবে।
পাসপোর্ট দিয়ে ইন্ডিয়া ভিসা চেক
- ভিজিট করুন: https://track.easyindianvisa.info
- আপনার application ID লিখুন।
- আপনার Passport এর নম্বর লিখুন।
- SUBMIT ক্লিক করে ফলাফল দেখুন।
এখানে আপনার ভিসার যাবতীয় তথ্য দেখতে পারবেন। যেমন আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা! এটি ডেলিভারি করা হয়েছে কিনা, এবং এটি কবে ডেলিভারি করা হয়েছে ইত্যাদি দেখা যাবে।
ইন্ডিয়ান ভিসা পেতে কত দিন লাগে?
বাংলাদেশে থেকে বর্তমানে কয়েকধরণের ভিসা দিয়ে থাকে। তার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো;
- ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা।
- ইন্ডিয়া বিজনেস ভিসা।
- ইন্ডিয়া মেডিকেল ভিসা।
- ইন্ডিয়া এমপ্লয়মেন্ট ভিসা।
- ইন্ডিয়া প্রজেক্ট ভিসা।
- ইন্ডিয়া ট্রানজিট ভিসা।
সাধারণত উপরের যেকোনো ভিসা করতে ৩-১০ দিন লাগে। তবে, অনেকক্ষেত্রে ১৫ বা আরো বেশি সময় লাগতে পারে আপনার কাগজ জটিলতার জন্য। এছাড়া অন্য কারণে আরো বেশি সময় লাগতে পারে।
আপনি ঘরে বসে দেখতে পারবেন আপনার ভিসা প্রস্তুত হয়েছে কিনা। যদি সম্পন্ন প্রস্তুত হয়ে থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে নির্বাহী এমবাসী অফিসে গিয়ে আপনার ভিসা গ্রহণ করবেন।
India Regular Visa Application
এছাড়াও আরো একটি ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি ইন্ডিয়ান রেগুলার ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। এখানে আপনাকে web file দিয়ে রেগুলার ভিসা চেক করতে হবে।
ইন্ডিয়ান ভিসা ট্র্যাকিং করতে ভিজিট করুন https://www.passtrack.net এরপর, Regular Visa Application Number অপশনে ক্লিক করুন। এখন যে পেজটি আসবে সেখানে আমাদের visa application tracking নম্বরটি Web file বক্সের মধ্যে টাইপ করে দিবেন। এরপর সাধারণ ক্যাপচা কোড পূরণ করে Submit ক্লিক করলে আপনার ভিসার অবস্থা দেখতে পারবেন।
এখানে দেখতে পারবেন কোন কোন কাজটি সম্পুর্ণ হয়েছে! এবং কি কি কাজ বাকি রয়েছে। মূলত যারা ivac থেকে ভিসা আবেদন করবেন! তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভিসার যাবতীয় তথ্য দেখতে পারবেন।
ivac ভিসা আবেদনের শেষ আপনাকে একটি ফরম দেওয়া হবে! সেখানে web file বা visa tracking number দেখতে পারবেন। সেটির মাধ্যমে অনলাইন থেকে ইন্ডিয়ান ভিসার বর্তমান অবস্থা জানতে পারবেন।
আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করবেন। যদি কোনো কিছু বুঝতে সমসসা হয় তাহলে কমেন্টে করে আমাদের কে জানাবেন।