সৌদি আরব ভিসা চেক পাসপোর্ট নম্বর দিয়ে।

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ থেকে কিভাবে করবো! তা, জানতে হলে সম্পুর্ণ পোস্টটি পড়বেন। তাহলে খুব সহজেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন অনলাইন থেকে। আমাদের দেশের অসংখ্য মানুষ বিভিন্ন কারণে সৌদি আরবে যান।

হজ, কাজের জন্য, পড়ালিখা, আরো অন্যান্য কারণে সৌদিতে যেতে হয়। এজন্য আপনাকে অবশ্যই বৈধ ভিসা করতে হবে। এবং বৈধ ভিসা চেক করতে পারবেন অনলাইনে। নতুন নিয়মে সৌদি ভিসা চেক করতে visa.mofa.gov.sa এই ওয়েবসাইট ব্যবহার করবেন।

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ।

সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন বাংলাদেশ থেকে। এর জন্য তাদের ওয়েব পোর্টালে বিভিন্ন তথ্য দিয়ে আমরা দেখে নিতে পারবো সৌদি ভিসা হয়েছে কিনা। বর্তমানে অনেকেই বিভিন্ন এজেন্সি/ব্যাক্তি মাধ্যমে ভিসার জন্য আবেদন করে থাকেন।

আপনার সৌদি ভিসা আবেদন আবেদনের পর যখন, সকল কাজ শেষে আপনাকে সমস্ত কাগজ বুঝিয়ে দেওয়া হবে! তার পরে অথবা আগেই আপনি পাসপোর্ট দিয়ে জানতে পারবেন সৌদি ভিসা হয়েছে কিনা। যদি আপনার ভিসা সঠিক ভাবে হয়ে থাকে এবং সৌদি থেকে অনুমোদন দিয়ে থাকে তাহলে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করা যাবে।

Saudi Arabia visa status check করার জন্য ভিসা আবেদনের যে পাসপোর্ট রয়েছে সেটি প্রয়োজন হবে। এবং আপনি কোন কাজের জন্য বা কোন ভিসাতে যাচ্ছেন এই সমস্ত তথ্য জেনে নিতে হবে। তাহলে অনলাইনে দ্রুত সময়ের মধ্যে আপনার সৌদি আরবের ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এখানে গিয়ে, passport number দিন। “Current Nationality” এখানে Bangladesh দিতে হবে এবং visa type যেটা সেটি দিয়ে নিবেন। এরপর, “Arrival point” থেকে Dhaka দিয়ে Captcha কোড পূরণ করে Conduct research ক্লিক করলে সৌদি ভিসার ফলাফল চলে আসবে।

উপরের লিংকে যাওয়ার পর পেজটি arabic ভাষা থাকবে! আপনি Translator to English করে নিবেন। তাহলে সহজে আপনার পাসপোর্ট ও অন্যান্য তথ্য দিয়ে জানতে পারবেন সৌদি আরবের ভিসা হয়েছে কিনা।

আপনি যে ভিসায় সৌদি আরবে জাননা কেনো! আপনাকে এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এখানে ভিসার ধরন নির্বাচন করে দিলে যেকোনো টাইপের ভিসার তথ্য দেখতে পারবেন। নিচে থেকে আমরা আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি।

সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম।

সৌদি আরবের ভিসা চেক করার জন্য visa.mofa.gov.sa সাইটে গিয়ে, সর্বপ্রথম আরবী টু ইংলিশ করে নিবেন। এরপর যাবতীয় তথ্য দিবেন।

visa.mofa.gov.sa
visa.mofa.gov.sa

Passport number: এখানে পাসপোর্ট নম্বর দিবেন।
Current Nationality: এখানে Bangladesh দিবেন।
Visa type: আপনি যে ভিসায় যাচ্ছেন সেটি লিখুন।
Arrival point: এখানে Dhaka লিখে দিবেন।
Image code: নির্দিষ্ট কোডটি ফাঁকা ঘরে লিখুন।

এরপর, Conduct research ক্লিক করে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে দেখতে পারবেন সৌদি ভিসার সকল তথ্য চলে এসেছে। এখানে আপনার ভিসার যাবতীয় ইনফর্মেশন দেখতে পারবেন।

অনেক সময় আমরা ক্যাপচা কোড ভুল লিখি! যার কারণে আমাদের সামনে তথ্য আসে না। এজন্য দ্বিতীয়বার চেষ্টা করবেন আশাকরি, আপনার ভিসা সঠিক ভাবে তৈরি হলে অবশ্যই তথ্য চলে আসবে।

সৌদি আরবের ভিসা চেক করার অ্যাপস।

অনেকেই সৌদি আরবের ভিসা চেক করার অ্যাপস সম্পর্কে জানতে চান। যদি আপনি Saudi Arabia visa check apps খোঁজে থাকেন তাহলে গুগল প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন। তবে, সৌদি ভিসা চেক করার সহজ ও উত্তম পদ্ধতি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে চেক করা।

অনলাইনে অনেক সৌদি ভিসা চেক অ্যাপস পেয়ে যাবেন! তবে, সেগুলো API ব্যবহার করে বানানো। এজন্য সব থেকে ভালো হয় যদি আপনি সরাসরি visa.mofa.gov.sa ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্টের মাধ্যমে ভিসা যাচাই করেন।

আরোও পড়ুন: পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা চেক। 

এখানে, সহজে চেক করে আপনার সৌদি ভিসার মেয়াদ ও অন্যন্য তথ্য জানতে পারবেন। এবং, যেহুতু সৌদি ভিসা চেক এর অফিসিয়াল কোনো অ্যাপস নেই! সেজন্য আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহার না করায় ভালো হবে। আশাকরি আজকের পোস্টের মাধ্যমে সৌদি ভিসা চেক বিস্তারিত জানতে পেরেছেন।

যদি, কোনো কিছু বুঝতে সমসসা হয়! অথবা কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ওয়েবসাইটের সাথে থাকবেন, ধন্যবাদ।

Leave a Comment