আপনি রোমানিয়ার ভিসা চেক সংক্রান্ত সঠিক তথ্য জানতে চান! তাহলে এই পোস্টে জানতে পারবেন রোমানিয়া ভিসা চেক ও রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম সম্পর্কে। প্রবাসী ভাইদের অবশ্যই এই বিষয় গুলো জানা অতিব জরুরি।
আপনি যদি ইউরোপীয় দেশ রোমানিয়াতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রোমানিয়া ভিসা আবেদন করতে হবে। এবং, আপনার ভিসা টি সঠিক ভাবে হয়েছে কিনা জানার জন্য রোমানিয়া ভিসা চেক সম্পর্কে বিস্তারিত জেনে অনলাইনে চেক করতে হবে।
রোমানিয়া ভিসা চেক।
রোমানিয়া ভিসা চেক করার জন্য খুব বেশি তথ্যের প্রয়োজন হবে না! শুধুমাত্র স্টিকার নাম্বার এবং আপনার পাসপোর্ট নম্বর হলেই আপনি রোমানিয়া ভিসা চেক করতে পারবেন। বিদেশ পথে যাওয়ার পূর্বেই আপনাকে এই তথ্য গুলি সঠিক রয়েছে কিনা! জানার জন্য অফিসিয়াল সাইট হইতে জানতে হবে।
রোমানিয়া ভিসা আবেদন করার জন্য কয়েকটি উপায় রয়েছে! যদি আপনি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করেন। তাহলে, সকল কাগজ হাতে পাওয়া মাত্রই অনলাইনে চেক করতে হবে। যদি Romania visa check করার পর দেখতে পারেন আপনার সকল তথ্য দেখাচ্ছে! তাইলে নিশ্চিত ভাবে আপনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন।
রোমানিয়া ওয়ার্ক পারমিট বা কাজের ভিসায় যারা যাবেন! তারা অবশ্যই সর্বপ্রথম অনলাইনে দেখে নিবেন আপনার ভিসা অনুমোদন হয়েছে কিনা। যদি আপনি নিজে আবেদন করেন তাহলে তো সমস্যা নেই। কিন্তু, যদি এজেন্সির মাধ্যমে করেন তাহলে অবশ্যই আপনাকে সকল তথ্য পুনরায় চেক করতে হবে।
রোমানিয়া ভিসা চেক করার নিয়ম।
রোমানিয়া ভিসা চেক করতে https://eviza.mae.ro/CheckVisaSticker সাইটে প্রবেশ করে, ৯ ডিজিটের স্টিকার নাম্বার লিখুন। এরপর, আপনার পাসপোর্ট নাম্বার লিখে, Check your visa sticker ক্লিক করলে আপনার রোমানিয়া ভিসা স্ট্যাটাস বা তথ্য দেখতে পারবেন।
রোমানিয়া ভিসা চেক স্টিকার নাম্বার কোথায় পাবো! ভিসার যাবতীয় কাগজ যখন আপনি পেয়ে যাবেন, এরপর ভিসা ফর্মের মধ্যে দেখতে পারবেন একটি স্টিকার নম্বর রয়েছে। যেটাকে বলা হয়, Romania visa sticker number এটি প্রয়োজন হবে।
এরপর, আপনি যে পাসপোর্ট এর মাধ্যমে রোমানিয়া ভিসা আবেদন করেছিলেন। সেই পাসপোর্ট নাম্বারটি এখানে দিতে হবে। দুটি তথ্য সঠিক ভাবে দেওয়ার পর আপনি check your visa sticker ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী পেজে আমার ভিসার তথ্য।
রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক।
আপনার রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে কিনা দেখতে পারবেন অনলাইনে। এজন্য প্রয়োজন হবে sticker number এবং Passport number এই দুটি দিয়ে অনলাইন থেকে জানতে পারবেন আপনার নতুন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা গিয়েছে কিনা।
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে https://eviza.mae.ro/CheckVisaSticker এখানে যেতে হবে। এরপর ভিসা ফর্মে থাকা 9 Digit sticker number লিখতে হবে! এবং আপনার বৈধ পাসপোর্ট নাম্বার লিখতে হবে, এরপর visa sticker check অপশনে ক্লিক করলে জানতে পারবেন আপনার রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে কিনা।
এখানে যদি কোনো তথ্য না আসে! এক্ষেত্রে বুঝতে হবে আপনার রোমানিয়া ভিসা বাতিল করা হয়েছে। অর্থাৎ আপনি যে কাগজপত্র জমাদিয়েছিলেন সেখানে কোনো ভুল থাকতে পারে। সেক্ষেত্রে, আপনাকে পুনরায় সকল কাগজ যাচাই করে রোমানিয়া ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে হবে।
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক।
যদি আপনি রোমানিয়া ওয়ার্ক ভিসার মাধ্যমে যান এর মানে আপনি সেখানে ইনকাম এর উদ্দেশ্যে যাচ্ছেন। কোম্পানির ক্ষেত্রে গেলে কিভাবে নিশ্চিত হবেন আপনার রোমানিয়া ওয়ার্ক পারমিট হয়েছে। এজন্য আপনাকে কোম্পানির সাথে কন্টাক্ট করে জানতে হবে আপনার সেখানে চাকরি হয়েছে কিনা।
রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার জন্য https://www.romanian-companies.eu/search.asp এখানে গিয়ে আপনার ভিসা ফর্মে থাকা কোম্পানির নাম বা fiscal code লিখতে হবে। এরপর সেই কোম্পানির সকল তথ্য পেয়ে যাবেন। এবং সেখানে তাদের কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে কথা বলে নিশ্চিত হতে পারবেন আপনার ভিসা হয়েছে কিনা।
Technical support and Assistance নামের অপশনে ক্লিক করে তাদের সঙ্গে Email বা Whatsapp এ সরাসরি কথা বলতে পারবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দিবে সেই কোম্পানিতে আপনার কাজের সুযোগ হয়েছে কিনা। এবং আপনার রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা অনুমোদনের তথ্য।
আর যদি আপনি কোনো কোম্পানির ভিসায় না গিয়ে অন্য কোনো কাজ করার উদ্দেশ্যে যান! এক্ষেত্রে উপরের প্রথম নিয়ম অবলম্বন করে জানতে পারবেন আপনার রোমানিয়া ভিসা চেক সম্পর্কে।
রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন লাগে।
যদি আপনি রোমানিয়া ওয়ার্ক পারমিট বা কোনো কোম্পানিতে কাজ করার জন্য যান! সেক্ষেত্রে বর্তমান সময় অনুযায়ী ২/৩ মাস সময় লাগবে। তবে, এটা নির্ভর করে আপনার কাগজপত্র, ভিসার মেয়াদ, এর উপরে। পূর্বে কয়েক সপ্তার মধ্যেই রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা হলেও বর্তমানে বেশি সময় লাগতেছে।
অন্যান্য কোনো জটিলতা না থাকলে আপনার ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ রোমানিয়ায় কাজের ভিসায় যাচ্ছে।
যদি আপনার কোনো কিছু বুঝতে সমসসা হয় তাহলে কমেন্টে আপনার সমস্যাটি তুলে ধরবেন। এবং নিয়মিত বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ধন্যবাদ!