পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম।

বিভিন্ন প্রয়োজনে দেশের বাহিরে যেতে হয়! যদি আপনি মালয়েশিয়া যেতে চান থাকলে আপনাকে জানতে হবে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম। কীভাবে অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এর সাহায্যে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই পোস্ট হয়তে।

প্রতিটি দেশের অফিসিয়াল ওয়েব পোর্টাল রয়েছে! যেখানে আপনি সেই দেশের ভিসা চেক করতে পারবেন। ঠিক, তেমনই পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা যাচাই করতে পারবেন অনলাইন থেকে।

পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা চেক।

আপনি যদি মালয়েশিয়া যেতে চান, তাহলে অবশ্যই আপনার ভিসা কনফ্রাম হতে হবে। কেননা যদি আপনার ভিসা মালয়েশিয়া সরকার প্রত্যাখ্যান করে, এক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারবেন না।

কীভাবে বুঝবো আমার মালয়েশিয়া ভিসা হয়েছে! এটা বুঝার জন্য আপনাকে, পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে ভিসার তথ্য অনুসন্ধান করতে হবে। এবং, এখানেই দেখতে পারবেন আপনার ভিসা সঠিক ভাবে হয়েছে কিনা। যদি সব কিছু সঠিক ভাবে থাকে তাহলে নিশ্চিত ভাবে আপনি গন্তব্যের রওনা দিতে পারেন।

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য কি লাগবে? আপনি যে পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা আবেদন করেছেন! সেই পাসপোর্ট এর নাম্বার দিয়ে অনলাইন থেকে বের করতে পারবেন আপনার ভিসার তথ্য।

মালয়েশিয়া ভিসা চেক করতে কি কি লাগবে।

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য আপনার passport নম্বর প্রয়োজন হবে। অর্থাৎ, যখন আপনি মালয়েশিয়া ভিসা আবেদন করেছেন! সেই সময় যে পাসপোর্ট দিয়ে আবেদন করেছেন সেটি প্রয়োজন হবে।

No Pasport এখানে আপনার পাসপোর্ট নম্বর দিতে হবে। (এখানে সহজে বুঝার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর পেজ ট্রান্সলেটর করে ইংলিশ করে নিবেন) তাহলে সহজেই বুঝতে পারবেন।

Warganegara এখানে গিয়ে আপনাকে বাংলাদেশ নির্বাচন করতে হবে। অর্থাৎ, যে দেশ থেকে আপনি ভিসা আবেদন করেছেন সেই দেশের নাম নির্বাচন করতে হবে। উপরে যে ছোট বক্সটি থাকবে সেখানে BGB লিখে দিতে হবে। আরো সহজে জানতে নিচের নিয়ম দেখুন আশাকরি বুঝতে পারবেন।

পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম।

পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম।

পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে, https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এখানে No Pasport অপশনে পাসপোর্ট নম্বর দিবেন। এরপর, Warganegara থেকে BANGLADESH নির্বাচন করে Carian ক্লিক করলে মালয়েশিয়া ভিসা তথ্য চলে আসবে।

উপরের নিয়ম অনুযায়ী আপনি খুব সহজে Malaysian visa check করতে পারবেন। শুধু পাসপোর্ট নম্বর দিয়েই কিন্তু ভিসা চেক করা যাবে। নিচে থেকে প্রতিটি অপসনের কাজ দেখে নিন।

পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার ওয়েবসাইট https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এখানে গিয়ে সর্বপ্রথম Translators to English করে নিবেন। এরপর যাবতীয় তথ্য সঠিক ভাবে পূরণ করবেন।

No passport: আপনার পাসপোর্ট নম্বর দিন।
Warganegara: এখানে BANGLADESH দিন।
Carian: এখানে ক্লিক করে ভিসা তথ্য দেখুন।

পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসা তথ্য যাচাই।

যদি সঠিক ভাবে আপনার তথ্য এখানে দিয়ে থাকেন! তাহলে পেজ লোড হওয়ার পর দেখতে পারবেন মালয়েশিয়া ভিসার বর্তমান অবস্থা সম্পর্কে। এখানে নাম, জন্ম তারিখ, ভিসার তারিখ ইত্যাদি উল্লেখযোগ্য তথ্য এখানে দেওয়া থাকবে।

আরোও পড়ুন: ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

আর যদি, কোনো প্রকার তথ্য না আসে, তাহলে পুনরায় চেষ্টা করবেন। বার বার চেষ্টা করার পরেও যদি তথ্য না আসে এক্ষেত্রে বুঝে নিবেন আপনার ভিসা এখনো প্রেসিং রয়েছে। এবং এখনো এটার তথ্য অনলাইনে আপডেট করা হয়নি।

এছাড়াও, আরো বেশ কিছু আলাদা তথ্য দেখতে পারেন। যেমন, মেডিক্যাল আনফিট ইত্যাদি। এই সমসসা গুলোর কারণে আপনার ভ্রমণের সমসসা হতে পারে। তাই এই গুলো আপনাকে সমাধান করতে হবে।

মালয়েশিয়া ভিসা চেক app

মালয়েশিয়া ভিসা চেক app যদি খোঁজে থাকেন তাহলে অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তবে, সব থেকে ভালো হবে ওয়েবসাইটের মাধ্যমে আপনার মালয়েশিয়া ভিসা চেক করলে।

অফিসিয়ালি সকল দেশের অ্যাপ থাকে না। তবে, তাদের ওয়েব পোর্টাল থেকে সঠিক তথ্য পাওয়া যায়। ঠিক সেই ভাবে মালয়েশিয়া ভিসা চেক অফিসিয়াল অ্যাপ নেই। তবে প্লে স্টোর সার্চ করলে অনেক পেয়ে যাবেন। সেগুলোতো মূলত api দিয়ে কানেক্ট করা, তাই আপনার যদি কখনও মালয়েশিয়া ভিসা চেক করার প্রয়োজন হয়! তাহলে ওয়েবসাইট ব্যবহার করবেন।

সহজ ভাষা বুঝার জন্য ক্রম ব্রাউজার ব্যবহার করুন। এতে করে পেজ ইংলিশ ট্রান্সলেটর করে খুব সহজেই আপনার ভিসার অবস্থান দেখতে পারবেন।

আশাকরি, বুঝতে পেরেছেন! মালয়েশিয়া ভিসা আনফিট হলে করণীয়, এই বিষয় নিয়ে পরর্বতী আমাদের ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করা হবে। যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিয়মিত ওয়েবসাইট ডিজিট করার আমন্ত্রণ রইলো।

Leave a Comment