পাসপোর্ট করতে কত টাকা লাগে জানতে পারবেন এই পোস্ট থেকে। যদি আপনি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করেন ! তাহলে অবশ্যই আপনাকে পূর্বে পাসপোর্ট ফি জমা দিতে হবে। এরপর, যাবতীয় তথ্য পাসপোর্ট অফিসে জমা করলে আপনার পাসপোর্ট রেডি হবে। Passport fee না জানলে এখান থেকে জানতে পারবেন ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে।
বাংলাদেশে আপনি ৫ বছর এবং ১০ বছরের জন্য ই-পাসপোর্ট আবেদন করতে পারবেন। পাসপোর্ট ফি কত টাকা তার নির্ভর করবে, আপনি কত দ্রুত এটি ডেলিভারি নিতে যাচ্ছেন সেটার উপরে। অর্থাৎ আপনি যদি দুই দিনের মধ্যে (Emergency Passport) নিতে চান! এক্ষেত্রে আপনার অতিরিক্ত ফি দিতে হবে।
পাসপোর্ট করতে কত টাকা লাগে।
পাসপোর্ট অফিসে তথ্য প্রদানের পূর্বে, আপনাকে অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট ফি প্রদান করতে হবে। এবং পরবর্তী সময়ে A-chalan রশিদ সহ আপনারা যাবতীয় তথ্য পাসপোর্ট অধিদপ্তরে জমা দিতে হবে। পাঁচ বছর এবং দশ বছর মেয়াদী পাসপোর্ট প্রদান করে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৪৮ পাতা ও ৬৪ পাতা পাসপোর্ট পাওয়া যায়। আমি পূর্বেই বলেছি যদি আপনি দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পেতে চান! এর জন্য আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে। এখানে কয়েকটি বিভাগ রয়েছে! যেমন: Regular, express, super express এখানে ডেলিভারির উপর নির্ভর করবে আপনার পাসপোর্ট ফি কত টাকা পড়বে।
এছাড়াও সরকারি ভ্যাট ১৫% প্রযোজ্য হবে। যদি আপনি রেগুলার ডেলিভারি যান এক্ষেত্রে কিরকম সময় লাগতে পারে তাও জানতে পারবেন। পাসপোর্ট যদি আপনার খুব দ্রুত না লাগে, সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি আপনার জন্য ভালো হবে।
আর যদি জরুরী প্রয়োজন হয়! তাহলে এক্সপ্রেস অথবা সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে পারেন। এর জন্য আপনাকে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। বর্তমানে ই-পাসপোর্ট দেশের বাহিরে থেকেও আবেদন করা যাবে। এবং পাসপোর্ট ফি কত টাকা পড়বে সেটাও জানতে পারবেন।
৫ বছরের জন্য পাসপোর্ট ফি কত টাকা।
আপনি যদি ৫ বছরের জন্য পাসপোর্ট নিতে চান! তাহলে আপনাকে ডেলিভারির উপরে নির্ভর করে ফি প্রদান করতে হবে। যদি আপনি দেশের মধ্যে থেকে আবেদন করেন তাহলে বাংলাদেশে বেশ কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন।
৪৮ পৃষ্ঠার ৫ বছরের জন্য পাসপোর্ট ফি।
Regular delivery: TK 4,025
Express delivery: TK 6,325
Super Express delivery: TK 8,625
৬৪ পৃষ্ঠার ৫ বছরের জন্য পাসপোর্ট ফি।
Regular delivery: TK 6,325
Express delivery: TK 8,625
Super Express delivery: TK 12,075
যদি আপনি, ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী পাসপোর্ট আবেদন করেন! তাহলে আপনাকে রেগুলার ডেলিভারি ৪০২৫ টাকা, এক্সপ্রেস ডেলিভারির জন্য ৬৩২৫ টাকা, এবং সুপার এক্সপ্রেস বা অতিদ্রুতর জন্য ৮৬২৫ টাকা ডেলিভারি ফি জমা দিতে হবে।
আর যদি, ৫ বছরের জন্য ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্ট আবেদন করেন! তাহলে আপনাকে রেগুলার ডেলিভারি ৬৩২৫ টাকা, এক্সপ্রেস ডেলিভারির জন্য ৮৬২৫ টাকা! এবং সুূপার এক্সপ্রেস ডেলিভারির জন্য ১২,০৭৫ টাকা জমা দিতে হবে।
১০ বছরের জন্য পাসপোর্ট ফি কত টাকা।
আপনি চাইলে দশ বছরের জন্য পাসপোর্ট আবেদন করতে পারবেন। এবং পরবর্তী সময়ে আপনাকে মেয়াদ শেষ হলে রিনিউ করতে হবে। তো, যদি আপনি ১০ বছরের জন্য পাসপোর্ট আবেদন করেন তাহলে আপনাকে কত টাকা ফি দিতে হবে জানুন।
৪৮ পৃষ্ঠার ১০ বছরের জন্য পাসপোর্ট ফি।
Regular delivery: TK 5,750
Express delivery: TK 8,050
Super Express delivery: TK 10,350
৬৪ পৃষ্ঠার ১০ বছরের জন্য পাসপোর্ট ফি।
Regular delivery: TK 8,050
Express delivery: TK 10,350
Super Express delivery: TK 13,800
E-Passport ১০ বছরের জন্য আবেদন করলে আপনাকে নির্দিষ্ট ডেলিভারি ফি জমা দিতে হবে। বর্তমানে, ৪৮ পৃষ্ঠা দশ বছরের জন্য পাসপোর্ট আবেদন করতে! রেগুলার ডেলিভারি ৫৭৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারি ৮০৫০ টাকা, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য ১০,৩৫০ টাকা পাসপোর্ট ফি জমা দিতে হবে।
অথবা, আপনি যদি ৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী পাসপোর্ট এর জন্য আবেদন করেন! থাকলে আপনাকে রেগুলার ডেলিভারি ৮০৫০ টাকা, সুপার ডেলিভারি ১০,৩৫০ টাকা, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারির ১৩,৮০০ টাকা জমা দিতে হবে।
স্টুডেন্টদের জন্য পাসপোর্ট ফি কত টাকা।
বাংলাদেশের যেকোন স্টুডেন্ট পাসপোর্ট আবেদন করতে পারবেন! তার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে। তবে, তাদের জন্য পাসপোর্ট ফি আলাদা রয়েছে। আপনি যদি পেশা স্টুডেন্ট দেন এক্ষেত্রে আপনাকে Bangladesh student passport fees জমা দিতে হবে। অথবা, কোনো শ্রমিক যদি পাসপোর্ট এর জন্য আবেদন করেন! তাহলে একই নিয়মে আপনাকে পাসপোর্ট ফি দিতে হবে। অর্থাৎ, শিক্ষার্থী ও শ্রমিকদের একই পাসপোর্ট ফিস নির্ধারণ করা হয়েছে।
৪৮ পৃষ্ঠা ৫ বছর মেয়াদী পাসপোর্ট ফি।
Regular delivery : USD 30
Express delivery : USD 45
৬৪ পৃষ্ঠা ৫ বছর মেয়াদী পাসপোর্ট ফি।
Regular delivery : USD 150
Express delivery : USD 200
এছাড়াও, কোনো শিক্ষার্থী বা শ্রমিক যদি ১০ বছরের জন্য পাসপোর্ট করতে চান! তাহলে আপনাদের কে নির্দিষ্ট ফি জমা দিতে হবে। E-PASSPORT ১০ বছরের জন্য ফি প্রদান করতে হবে।
৪৮ পৃষ্ঠা ১০ বছর মেয়াদী পাসপোর্ট ফি।
Regular delivery : USD 50
Express delivery : USD 75
৬৪ পৃষ্ঠা ৫ বছর মেয়াদী পাসপোর্ট ফি।
Regular delivery : USD 175
Express delivery : USD 225
এছাড়াও দূতাবাস এর মাধ্যমে পাসপোর্ট আবেদন করা যায়। তবে, সেটি খুব বেশি প্রয়োজন হয় না। অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট এর মেয়াদ নির্বাচন করতে। কেননা, আপনি যদি ০৬ বছরের জন্য দেশের বাহিরে যান এক্ষেত্রে ভালো হবে, দেশে থাকা অবস্থায় ১০ বছরের জন্য পাসপোর্ট করা।
পাসপোর্ট ডেলিভারি মেয়াদ কতদিন।
এখন আসি পাসপোর্ট ডেলিভারি মেয়াদ বা সময় কতদিন লাগবে। আমরা উপরে দেখেছি! রেগুলার, এক্সপ্রেস, এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি সম্পর্কে। এখানে প্রতিটির সময় ভিন্ন ভিন্ন হবে। যেমন:
Passport regular delivery: যদি আপনি পাসপোর্ট রেগুলার ডেলিভারি নেন! তাহলে, ১৫-২১ কার্যদিবসের মধ্যে আপনার পাসপোর্ট প্রদান করা হবে।
Passport Express delivery: যদি আপনি পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি নেন! তাহলে, ৭-১০ কার্যদিবসের মধ্যে আপনার পাসপোর্ট প্রদান করা হবে।
Super express delivery: আর যদি আপনি পাসপোর্ট সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতেন চান! থাকলে আপনাকে ২ কার্যদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
আরোও পড়ুন: ই-পাসপোর্ট চেক করার নিয়ম।
নোট: সরকারি কর্মকর্তার যদি NOC/Retirement doc(PRL) থাকে! তাহলে, রেগুলার ডেলিভারি ফি দিয়ে সুপার ডেলিভারি সুবিদা পাবেন। এবং, এক্সপ্রেস ডেলিভারি ফি জমা দিলে সুপার এক্সপ্রেস ডেলিভারির সুবিদা পাবেন।
এবং, শ্রমিক, শিক্ষার্থী, ও দূতাবাস থেকে বাংলাদেশী পাসপোর্ট আবেদন করলে রেগুলার ও সুপার এই দুটি ডেলিভারি সেবা গ্রহণ করতে পারবে। তাদের জন্য সুলার এক্সপ্রেস ডেলিভারি সুবিদা থাকছে না।
আশাকরি বুঝতে পেরেছেন! যদি কোনো কিছু বুঝতে সমসসা হয় অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই কে ধন্যবাদ।