আপনি যে ডাক্তার এর থেকে সেবাগ্রহণ করতেছেন, সেই ডাক্তার ভুয়া নাকি আসলো চিনার উপায় হলো ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করা। তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ডাক্তারের উপর। বর্তমানে বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে ডাক্তার এর ফার্মেসী বা দোকান দেখা যায়। তবে, এখানে অনেক ভুয়ো ডাক্তার রয়েছে তাদের কিভাবে চিনবেন।
সত্যিকার ডাক্তার চিনার জন্য আপনাকে Doctor registration Number check করতে হবে। এছাড়াও, মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিষ্টেশন নাম্বার ও চেক করতে পারবেন। জরুরি মুহুর্তে যদি ভুল চিকিৎসা প্রদান করা হয়, তাহলে রোগীর জীবনাশক হওয়ার সম্ভবনা রয়েছে। তাই, আমাদের জানতে হবে ডাক্তার বাংলাদেশ বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত কিনা।
ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর কোথায় পাবো।
বাংলাদেশের প্রায় সকল ডাক্তার তাদের প্রচারের জন্য ভিজিটিং কার্ড বা ব্যানার বানিয়ে থাকেন। যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতা ও bmdc registration number দেওয়া থাকে। সেই নাম্বার দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ডাক্তারের আসল পরিচয়। যদি, এখানে তার কোনো তথ্য না আসে এক্ষেত্রে সে বাংলাদেশে bmdc (Bangladesh Medical and Dental council রেজিষ্টেশনপ্রাপ্ত নয়।
ভুলেও এই ডাক্তার এর থেকে কোনো চিকিৎসা সেবা গ্রহণ করবেন না। সকল প্রকার MBBS, BDS, Medical Assistant এর জন্য বৈধতা বা সার্টিফিকেট দিয়ে থাকে বিএমডিসি থেকে। এখানে যাদের তথ্য পাওয়া যাবে সেই সমস্ত ডাক্তার হতে সঠিক ভাবে সেবা গ্রহণ করতে পারেন নিশ্চিত ভাবে।
ভিজিটিং কার্ড বা ব্যানার এর মধ্যে যদি এমবিবিএস বা বিডিএস নম্বর খোঁজে না পান! এক্ষেত্রে ডাক্তার কে জিজ্ঞেস করতে পারেন, আপনাকে তার BM&DC Full Registration number দিতে বাধ্য থাকিবে। তো আমরা এখন দেখার চেষ্টা করবো কিভাবে, Doctor registration Number check bd করবেন।
ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম।
ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করতে https://verify.bmdc.org.bd এখানে BM&DC এর ৬ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর, Doctor type থেকে MBBS বা BDS নির্বাচন করে, Captcha code বসিয়ে Search ক্লিক করলে ডাক্তার রেজিস্ট্রেশনের সকল তথ্য চলে আসবে।
সর্বপ্রথম উপরের লিংকে যান! এরপর MBBS/BDS Doctor এটা সিলেক্ট করুন। এরপর, রেজিষ্টেশন নাম্বার লিখুন এবং ডাক্তার ধরন নির্বাচন করুন। এবং সঠিক ভাবে ক্যাপচা কোড পূরণ করুন।
এরপর, Search ক্লিক করলে পেজ লোড হয়ে নিচের ছবির মত আসবে। এখানে আপনি দেখতে পারবেন ডাক্তার এর শিক্ষাগত যোগ্যতা, কতদিন মেয়াদ রয়েছে, এছাড়াও আরো অন্যান্য তথ্য দেখা যাবে।
উপরের ছবির মত যদি তথ্য না আসে! তাহলে সেই ডাক্তার ভুয়া বলে গণ্য হবে। এবং সেই ডাক্তার এর থেকে চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকুন। আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে ডাক্তার রেজিষ্টেশন চেক করবেন অনালাইন থেকে।
মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেক।
অনলাইনে শুধু ডাক্তার রেজিস্ট্রেশন চেক নয়! মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন নম্বর ও চেক করা যাবে। যেসমস্ত ডাক্তারের সহকারী বা অ্যাসিস্টেন্ট রয়েছে তাদের তথ্য ও BMDC রেজিস্ট্রেশন করে রাখে।
আপনি তাদের তথ্য ও দেখতে পারবেন অনলাইনে। এবং, যদি এখানে তথ্য না আসে, তাহলে বুঝে নিতে হবে সেই অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল এর রেজিস্ট্রেশন প্রাপ্ত নয়।
Medical Assistant Registration check number কোথায় পাবো! এর জন্য সেই ডাক্তারের সহকারীর যে ব্যাজ রয়েছে সেখানে দেখতে পারবেন। এছাড়াও আপনি সেই মেডিকেলের রেজিস্ট্রি ডাইরি থেকে বিএমডিসি অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন পেয়ে যাবেন।
মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রেশন চেক করতে! https://verify.bmdc.org.bd এখানে গিয়ে “Medical Assistant” মেনু ক্লিক করে medical assistant registration number লিখুন। এরপর, Captcha কোড পূরণ করে, Search ক্লিক করলে সেই মেডিকেল অ্যাসিস্টেন্টের সকল তথ্য দেখতে পারবেন।
উপরের দুটি নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই ডাক্তার আসল কিনা এবং সহকারী ডাক্তার এর পরিচয় জানতে পারবেন। যদি, এখানে তাদের কোনো তথ্য না আসে তাহলে সেই ডাক্তার এর থেকে চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকুন।
আশাকরি বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে সমসসা হয়ে থাকে! কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে।