কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবো কিভাবে! আমরা এই পোস্ট থেকে code diye jonmonibondon jachai করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। যদি আপনার এই বিষয়ে যারা আগ্রহ থাকে, অবশ্যই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। আশাকরি বুঝতে সুবিধা হবে।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম যে খুবই সহজ। যে কেউ চাইলে তার মোবাইল ফোন দিয়ে এই নিয়ম অবলম্বন করে অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবে নিমিষেই। এই জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে! পরবর্তী আপনি এটি অনলাইনে চেষ্টা করলে আপনার code diye birth certificate check রেজাল্ট দেখতে পারবেন।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই।

অনেকের প্রশ্ন থাকে কোড দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করব! এর উত্তর হল অবশ্যই আপনার কাছে বৈধ জন্ম নিবন্ধন সিরিয়াল নাম্বার ও জন্ম তারিখ থাকতে হবে। যদি আপনার কাছে এগুলো না থাকে তাহলে আপনি কোনভাবেই অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না। সাধারণত অনলাইন থেকে চেক করার জন্য ১৭ ডিজিটের সনদ নম্বর লাগে।

১৭ ডিজিটের জন্ম নিবন্ধন কোড কিভাবে বের করবো! এর উত্তর হল আপনার কাছে যে জন্ম নিবন্ধন সনদটি রয়েছে সেখানে দেখতে পারবেন জন্ম নিবন্ধন নম্বর নামের ১৭ ডিজিটের কোড বা নম্বর রয়েছে।

এটি ব্যবহার করে আমরা অনলাইন থেকে, জন্ম নিবন্ধন যাচাই করবো। তবে, আপনার সনদের মধ্যে যদি ১৭ ডিজিট এর সংখ্যা না থাকে, এক্ষেত্রে আপনাকে অন্য একটি পদ্ধতি অনুসরণ করতে হবে। কেননা সাধারণ ভাবে আপনি ১৭ ডিজিট ছাড়া অনলাইনে থেকে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না। অনেকের দেখা যায় ১৬ ডিজিট এর সেগুলো করা যাবে নিচের দ্বিতীয় ধাপ অনুসরন করে।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য https://everify.bdris.gov.bd সাইটে গিয়ে, সনদের ১৭ ডিজিটের কোড লিখুন। এরপর, জন্ম তারিখ (YYY-MM-DD) এভাবে দিন। এরপর, Captcha (সংখ্যা) পূরণ করে Search ক্লিক করলে, কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ফলাফল চলে আসবে।

আপনি যদি সঠিকভাবে নিয়মগুলি অনুসরণ করতে পারেন! তাহলে যে কোন সময় অনলাইন থেকে আপনার বা যে কারোর জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন। নিচের ধাপ অনুসরন করুন।

সর্বপ্রথম https://everify.bdris.gov.bd সাইটে গিয়ে Birth Registration Number নামের একটি বক্সে দেখতে পারবেন। সেখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিটের কোডটি সঠিক ভাবে বসাবেন।

এরপর, Date of Birth (YYY-MM-DD) এখানে আপনার জন্ম তারিখ সঠিক ভাবে বসাবেন। বছর,মাস,দিন এই সিরিয়ালে বসাতে হবে। অনেকেই হয়তো DD-MM-YYY দিয়ে থাকেন, এক্ষেত্রে আপনার সামনে কোনো ফলাফল আসবে না।

এরপর, একটি Captcha কোড বা সংখ্যা দেখতে পারবেন। যেমন 45+50=? এখানে আপনার উত্তর ৯৫ এভাবে দিতে হবে। অর্থাৎ সেখানে যা যা দিয়ে থাকবে সেটা অনুযায়ী আপনাকে বক্সটি পূরণ করতে হবে। এরপর Search নামের একটি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ফলাফল।

সব কিছু সঠিক ভাবে প্রদান করলে পেজটি লোড হওয়ার পর, কোড জন্ম নিবন্ধন যাচাই ফলাফল চলে আসবে। এখানে আপনার জন্য নিবন্ধন এর সকল তথ্য দেখতে পারবেন। যদি আপনার ইংলিশ ভার্সন যুক্ত করা থাকে তাহলে বাংলা এবং ইংলিশ দুটোই দেখা যাবে উক্ত ফলাফল পৃষ্ঠার মধ্যে।

এখানে আপনি সকল তথ্য দেখতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন। এবং সেটি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো, ১৭ ডিজিটের কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই সম্পর্কে আশাকরি বুঝতে পেরেছেন।

এই নিয়ম অনুযায়ী আপনি যেকোনো সময় অনলাইনে আপনার বা পরিবারের যেকারো জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। অনেক সময় দেখা যায় কোনো ফলাফল আসতেছে না! এই সময় আপনি দ্বিতীয়বার সকল তথ্য আবারো সঠিক ভাবে ইনপুট করে চেষ্টা করবেন। আশাকরি ফলাফল দেখতে পারবেন।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ফলাফল না আসলে করণীয়।

অনেক সময় দেখা যায়, বার বার তথ্য দেওয়ার পরেও কোনো প্রকার ফলাফল আসতেছে না। এক্ষেত্রে আপনার কয়েকটি তথ্য মধ্যে সমসসা থাকতে পারে।

  • জন্ম নিবন্ধন নম্বর: যদি আপনার জন্ম নিবন্ধন সনদে ১৭ ডিজিটের কোড না থাকে, এক্ষেত্রে ফলাফল আসবে না।
  • জন্ম তারিখ: জন্ম তারিখ অনেকেই DD-MM-YYY এভাবে দিয়ে থাকেন! এভাবে দিলে কোনো ফলাফল আসবে না। আপনাকে জন্ম তারিখ YYY-MM-DD এভাবে দিতে হবে। উদাহরণ: ২০০-১১-২৫
  • ক্যাপচা কোড: ক্যাপচা কোড এর তথ্য অনুযায়ী যদি উত্তর না লিখেন তাহলে ফলাফল আসবেন না। অনেক সময় এখানে যোগ (+) বিয়োগ (-) থাকে সেটি দেখে আপনার সঠিক উত্তর লিখতে হবে।

আশাকরি এই বিষয় গুলো খেয়াল রাখলে কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা আরো সহজ হয়ে যাবে। যদি কোনো কিছু বুঝতে সমসসা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং জন্ম নিবন্ধন সম্পর্কে অন্যান্য তথ্য জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ডিজিট করুন। ধন্যবাদ

Leave a Comment