কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম।

আমাদের দেশে থেকে অনেক মানুষ কাজ করার উদ্দেশ্যে কিরগিজস্তান যাচ্ছে। বৈধ ভাবে যাওয়ার জন্য প্রয়োজন পাসপোর্ট এবং কিরগিজস্তান ভিসা। যদি আপনি পূর্বে কিরগিজস্তান ভিসা আবেদন করে থাকেন! তাহলে আপনাকে এখন জানতে হবে কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।

বাংলাদেশে থেকে অনেক মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে কাজের নিয়তে! তার মধ্যে অধিকাংশ মানুষ যাচ্ছেন কিরগিজস্তানে। যদি আপনি ভিসার জন্য আবেদন করে থাকেন, এবং প্রস্তুতি সম্পুর্ণ হয়ে থাকে! তাহলে আপনাকে সর্বশেষ কিরগিজস্তান ভিসা চেক করতে করে হবে। এবং নিশ্চিত হতে হবে আপনার কিরগিজস্তান ভিসাটি সঠিক ভাবে মঞ্জুর হয়েছে।

কিরগিজস্তান ভিসা চেক।

Kyrgyzstan Visa Check যারা নতুন কিরগিজস্তানে যাবেন তাদের জন্য বলি! আপনি নতুন ভিসা আবেদন করলে সেটার মেয়াদ থাকবে সাধারণত ১ বচ্ছর। এরপরেও যদি আপনি আরো থাকতে চান, তাহলে আপনাকে ভিসা রিনিউ করতে হবে। এবং পরর্বতী বৈধ ভাবে থাকতে পারবেন।

কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে পারবেন অনলাইন থেকে। অধিকাংশ মানুষ দালাল/এজেন্সির মাধ্যমে কিরগিজস্তানে ভিসা আবেদন করে থাকেন। এক্ষেত্রে তারা আপনাকে যতই কাগজ বা ডুকোমেন্ট দেয় না কেন! যদি আপনার তথ্য অনলাইনে পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনি বৈধ ভাবে কিরগিজস্তান যেতে পারবেন না।

কিরগিজস্তান ভিসা চেক করতে আপনাকে কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের রেফারেন্স নাম্বারটি প্রয়োজন হবে। আবেদন ফরমের মধ্যে দেখতে পারবেন এই নাম্বারটি রয়েছে। এটির মাধ্যমে কিরগিজস্তান ভিসা চেক ২০২৪ করা যাবে।

কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম।

কিরগিজস্তান ভিসা চেক করতে https://evisa.e-gov.kg/check_status এখানে গিয়ে, visa reference নম্বর লিখুন। ক্যাপচা কোড সঠিক ভাবে পূরণ করে NEXT অপশনে চাপ দিলে আপনার কিরগিজস্তান ভিসার তথ্য চলে আসবে।

যখন আপনি কিরগিজস্তান ভিসার জন্য আবেদন করেন! সর্বশেষ আপনাকে একটি ফরম দেওয়া হয়েছিল। সেখানে একটি রেফারেন্স নাম্বার রয়েছে! যা ব্যবহার করে অনলাইন থেকে ভিসা চেক করা যাবে।

ভিসার আবেদনের সময় আপনি যে ইমেইল দিয়েছিলেন সেখানে একটি সিকিউরিটি কোড যেতে পারে। সেটি প্রয়োজন হতে পারে। এরপর দেখতে পারবেন আপনার ভিসার যাবতীয় তথ্য! যেমন: নাম, ভিসার মেয়াদ, পাসপোর্ট নম্বর ইত্যাদি।

নোট: যদি ইমেইল যুক্ত না থাকে! এক্ষেত্রে সিকিউরিটি কোড এর জন্য আপনার মোবাইলে QR scanner ইন্সটল করে, কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা ফর্মে থাকা QR কোডটি স্ক্যান করুন। এরপর, একটি লিংক আসলে সেটি ক্লিক করলে আপনার ভিসার যাবতীয় ইনফর্মেশন বা তথ্য সমূহ দেখতে পারবেন।

কিরগিজস্তান কাজের ভিসা চেক।

কিরগিজস্তানে অধিকাংশ মানুষ কাজের ভিসায় গিয়ে থাকেন। অনেকেই রয়েছে টুরিষ্ট ভিসা বা অন্যন্য ভিসায় যান। তবে, যারা কাজের ভিসার যাবেন তারা অবশ্যই পূর্বে আপনার ভিসা সঠিক ভাবে চেক করে নিবেন। কেননা কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা হলো দীর্ঘমেয়াদি সময়ের জন্য। যদি আপনার ভিসার মধ্যে কোনো ভুল থাকে তাহলে আইনি ঝামেলায় পড়তে হতে পারে।

আমাদের দেশে অসংখ্য ভুয়ো দালাল ও এজেন্সি রয়েছে। যারা সাধারণ নিরীহ মানুষদের সাথে প্রতারণা করে! এবং জাল কাগজ ধরিয়ে দেয়। তাই, পূর্বে অবশ্যই আপনার কিরগিজস্তান ভিসাটি অনলাইনে চেক করবেন। এবং নিশ্চিত হয়ে নিবেন আপনার ভিসা সঠিক ভাবে অনুমোদন হয়েছে কিনা।

কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেটি পুনরায় রিনিউ করতে হবে। রিনিউ করার পর আপনি সেটি অনলাইনে দেখতে পারবেন। অবশ্যই মেয়াদ শেষ হওয়ার আগেই রিনিউ করার চেষ্টা করবেন! যেহুতু বাহিরের দেশ আইনি জটিলতায় না পড়তে চাইলে এটি করা জরুরি।

আশাকরি বুঝতে পেরেছেন! যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।

Leave a Comment