আপনি যদি কাতারের ভিসা আবেদন করে থাকেন! তাহলে দেখুন কাতার ভিসা চেক করার নিয়ম। আমাদের দেশের অসংখ্য মানুষ কাতারে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছে, কিভাবে বুঝবেন আপনার ভিসাটি সরকারি ভাবে আদৌ অনুমোদন হয়েছে কিনা।
কাতার ভিসা চেক করা খুবই সহজ। পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করা যাবে! বাংলাদেশে অনেক এজেন্সি এবং দালাল রয়েছে যাদের মাধ্যমে আমরা কাতার ভিসা আবেদন করি। যদি, আপনাকে একটি ফেক কাতার ভিসা বানিয়ে দেওয়া হয় তাহলে কিভাবে বুঝবেন? এর জন্য আপনাকে Qatar visa check করে নিশ্চিত হতে হবে! যে, আপনার ভিসা হয়েছে।
কাতার ভিসা চেক।
প্রতিটি দেশে বহিরাগমন করার জন্য বৈধত হিসেবে পাসপোর্ট এবং প্রবেশপত্রের জন্য ভিসা প্রয়োজন হয়। অনেক দালাল রয়েছে আপনাকে কাতার ফেক ভিসা বানিয়ে দিবে! এবং, বিমানবন্দরে চেক পয়েন্টে গিয়ে আইনি জটিলতায় পড়তে পারেন। সব থেকে ভালো হবে ফ্লাইটে উঠার পূর্বে আপনার কাতার ভিসা চেক পুনরায় অনলাইন চেক করা।
কাতার ভিসা চেক করতে কি কি লাগে! যদি, আপনি অনলাইনে আপনার কাতার ভিসা চেক করতে চান তাহলে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার এবং জাতীয়তা (বাংলাদেশি) দিয়েই আপনার কাতার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন অনলাইন।
Qatar visa check online করার জন্য অবশ্যই নিচের নিয়মটি ফলো করবেন। এতে করে আপনি নিজেই অনলাইনে কাতার ভিসা চেক করতে পারবেন। যেহুতু সব লিখা arabic আসবে, তাই চেষ্টা করবেন গুগল ট্রান্সলেটর এর মাধ্যমে ইংরেজি করার।
কাতার ভিসা চেক করার নিয়ম।
কাতার ভিসা চেক করতে https://portal.moi.gov.qa সাইটে গিয়ে আপনার “passport Number” অথবা! “visa Number” লিখতে হবে। এরপর, Nationality ক্লিক করে “BANGLADESH” নির্বাচন করুন, সর্বশেষ captcha কোড লিখে “SUBMIT” ক্লিক করলে আপনার কাতার ভিসার যাবতীয় তথ্য চলে আসবে।
সর্বপ্রথম উপরের লিঙ্কে যাবেন, এরপর visa number অথবা passport number যেকোনো একটা নির্বাচন করবেন। অর্থাৎ, ভিসা বা পাসপোর্ট যেকোনো একটি দিয়ে কাতার ভিসা চেক অনলাইনে করা যাবে।
যেহেতু বাংলাদেশ থেকে যাবেন তাই Nationality আমাদের বাংলাদেশ নির্বাচন করতে হবে। এরপর, একটি সাধারণ ক্যাপচা দেখতে পারবেন সেটি লিখতে হবে। এরপর সাবমিট ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভিসার সকল তথ্য চলে এসেছে।
এখানে, আপনার নাম, ভিসা ধরন সহ আর অন্যান্য তথ্য দেখতে পারবেন। এবং চাইলে এখান থেকে কাতার ভিসা প্রিন্ট ও করতে পারবেন একদম ফ্রিতে।
পাসপোর্ট দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম।
যদি আপনি পাসপোর্ট দিয়ে কাতার ভিসা চেক করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- ভিজিট করুন কাতার ভিসা চেক ওয়েবসাইটে portal.moi.gov.qa
- Menu ক্লিক করে “MOI SERVICES” এখানে যান!
- এরপর, Inquiries এখানে গিয়ে দ্বিতীয় অপসন Visa Inquiry এখানে ক্লিক করুন।
- তারপর, Visa Inquiry and Printing অপশনে গিয়ে “passport number” সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার লিখুন।
- এখন nationality থেকে BANGLADESH দিয়ে ক্যাপচা পূরণ করে Submit ক্লিক করলে আপনার ভিসার সকল তথ্য চলে আসবে।
উপরে নিয়ম অবলম্বন করে পাসপোর্ট দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। একই ভাবে ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করা যাবে।
কাতার নতুন ভিসা আবেদন স্ট্যাটাস দেখার নিয়ম।
যারা কাতার নতুন ভিসার জন্য আবেদন করেছেন! তারা কিভাবে দেখবেন আপনার ভিসার বর্তমান অবস্থা। অর্থাৎ, আপনার ভিসা কি অবস্থায় রয়েছে সেটি দেখা যাবে অনলাইনে।
কাতার নতুন ভিসা স্ট্যাটাস দেখার জন্য https://www.qatarvisacenter.com সাইটে গিয়ে Language সিলেক্ট করুন। এরপর, দেশ নির্বাচন করে TRACK APPLICATION এখানে চাপ দিন।
কাতার নতুন ভিসা চেক করার জন্য Passport number এবং Visa number লিখুন এরপর, ক্যাপচা কোড পূরণ করে Submit ক্লিক করলে দেখতে পারবেন আপনার কাতার নতুন ভিসা আবেদনের বর্তমান অবস্থা।
আরোও পড়ুন: কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম।
এখানে সকল ধরনের তথ্য দেখতে পারবেন। মূলত কয়েকটি ধাপের মাধ্যমে আপনার ভিসা প্রস্থত হয়।
Application Confirmed >> Biometric Enrolment Complete >> Medical Test Complete >> Medical Test Status >> Results Available with Employer সব ঠিক থাকলে সব কমপ্লিট হওয়ার পর আপনাকে কাতার ভিসা প্রদান করা হবে।
আশাকরি বুঝতে পেরেছেন! যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।