ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ আবেদন করার নিয়ম।

ওয়ারিশ সনদ ফরম এবং কিভাবে একটি ওয়ারিশ সনদ তৈরি করবেন! জানতে হলে এই পোস্টটি আপনার জন্য। অনেকেই ওয়ারিশ সনদ ফরম পিডিএফ ডাউনলোড করতে চান, তাদের জন্য warish sanad pdf download ফাইল দেওয়া হবে।

আমাদের বিভিন্ন কাজে ওয়ারিশ সনদ প্রয়োজন হয়! সাধারনত বাংলাদেশে এই সনদ প্রদান করে থাকেন ইউনিয়ন চেয়ারম্যান বা মিয়র। তাদের থেকে আপনি খুব সহজে এই সনদ পেয়ে যাবেন! তবে, এরজন্য আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। সর্বশেষ আপনি ওয়ারিশ সনদ ফরম নিয়ে দিলে সেখানে স্বাক্ষর করে দিলে আপনি প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।

ওয়ারিশ সনদ কি।

ওয়ারিশ সনদ হলো একটি সরকারি সনদ, যা মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী বা ওয়ারিশদের স্বীকৃতি দেয়। এই সনদ সাধারণত মৃত্যুর পর উত্তরাধিকারীর সম্পত্তি দাবি ও ভাগ করার জন্য প্রয়োজন হয়। ওয়ারিশ সনদে পরিবারের সদস্যদের নাম, সম্পর্ক, এবং তাদের ওয়ারিশ হিসেবে অধিকার উল্লেখ থাকে। ওয়ারিশ সনদ ইস্যু করে থাকে স্থানীয় সরকার বিভাগ। যেমন: চেয়ারম্যান, মিয়র।

সম্পত্তি ভাগ করার জন্য এই সনদ প্রয়োজন হবে। কোনো ব্যক্তির মৃত্যুর পর, তার পরিবারের কে কে রয়েছে বা তার সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে আইনগত ভাবে এই সনদ প্রয়োজন হতে পরে। অনেক সময় পিতা দুইটি বিবাহ করলে, পরর্বতী মৃত্যুর পর দুই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সম্পত্তি নিয়ে। এই ঝামেলা এড়াতে ওয়ারিশ সনদ লাগবে।

আশাকরি বুঝতে পেরেছেন ওয়ারিশ সনদ কি এবং এর প্রয়োজনীয়তা। এটি পাওয়ার জন্য বেশকিছু তথ্য প্রয়োজন হবে, যা স্থানীয় সরকার বিভাগ যাচাই করার পর সেই ব্যক্তিকে সনদ প্রদান করবেন। এবং, নিয়ম অনুযায়ী এই সনদ পাওয়ার পর সম্পত্তি সঠিক ভাবে ভাগ বাটোয়ারা করতে পারবে।

ওয়ারিশ সনদ অনলাইনে আবেদন।

আপনি চাইলে অনলাইনে আপনার ওয়ারিশ সনদ আবেদন করতে পারবেন। এরজন্য রয়েছে স্থানীয় সরকার পোর্টাল, অথবা প্রত্যয়ন ওয়েবসাইট থেকে এই সনদ নিয়ে পারবেন। তবে, অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অনলাইন ওয়েব পোর্টাল বা prottoyon.gov.bd সাইটের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে খুব সহজে অনলাইনে ওয়ারিশ সনদ আবেদন করা যাবে।

কিভাবে অনলাইনে ওয়ারিশ সনদ আবেদন করবো! অনলাইনে আবেদন করতে আপনার ইউনিয়ন পরিষদের নাম লিখে গুগলে সার্চ করুন। এবং সেই ওয়েবসাইট আসলে সেখানে প্রবেশ করে দেখুন নাগরিক সেবা থেকে কি কি সেবা প্রদান করতেছে। যদি সেখানে ওয়ারিশ সনদ প্রদানদের তথ্য দেখা যায়, তাহলে সেখানে আবেদন করতে পারবেন।

অথবা, ওয়ারিশ সনদ আবেদন করার জন্য https://prottoyon.gov.bd ওয়েবসাইটে গিয়ে এনআইডি বা জন্ম নিবন্ধন দিয়ে একাউন্ট তৈরি করে, সেখানে ওয়ারিশ সনদ আবেদন করতে পারবেন। তবে, অবশ্যই আপনার স্থানীয় সরকার বিভাগ সেখানে যুক্ত থাকতে হবে।

এখানে আপনাকে নির্দিষ্ট ফি জমা দিতে হবে। এবং পরবর্তি আপনার সনদ কুরিয়ার এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আমার মতামত হলো আপনি নিজে গিয়ে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে এই সনদের জন্য আবেদন করুন।

ওয়ারিশ সনদ আবেদন করতে কি কি লাগবে।

ওয়ারিশ সনদ আবেদন করতে কি কি লাগবে, আবেদনের পূর্বে অবশ্যই জানতে হবে। কেননা সঠিক তথ্য না দিলে কখনোই এই সনদ পাবেন না। ওয়ারিশ সনদ আবেদন করতে কি কি লাগবে দেখুন।

  • মৃত ব্যক্তির death সার্টিফিকেট।
  • মৃত ব্যক্তির অন্যান্য ওয়ারিশের তালিকা।
  • আবেদনেরকারীর এনআইডি কার্ড এর কপি।
  • স্থানীয় মেম্বার/ কাউন্সিলর/ ভেরিফাই তথ্য।
  • ওয়ারিশ সনদপত্রের জন্য আবেদন ফরম।
  • আবেদনকারীর যোগাযোগের তথ্য।

এছাড়াও, আরো কিছু তথ্য প্রয়োজন হতে পারে। তবে, যদি আপনার নিকটস্থ হয়ে থাকে চেয়ারম্যান বা মেয়র, তাহলে খুব বেশি তথ্যের প্রয়োজন হবে না। কেননা, এটা দ্বারা বুঝানো হবে মৃত ব্যাক্তির সঙ্গে আবেদন কারীর সম্পর্ক। এবং, মৃত ব্যক্তির রেখে যাওয়ার সম্পত্তির ভাগীদার হবে এই সনদের মাধ্যমে।

উত্তরাধিকার সনদ বা ওয়ারিশ সনদ দেখিয়ে আপনার উক্ত সম্পত্তি জন্য আবদার করতে পারবেন। ঝামেলা এড়াতে অবশ্যই এই সনদ তৈরি করা জরুরি। যদি, পরিবারের ওয়ারিশের সংখ্যা বেশি হয়ে থাকে।

ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ।

ওয়ারিশ সনদ ফরম দেখতে কেমন এখানে দেখতে পারবেন। এরজন্য নিচে থাকা ফরম বা ছবিটি দেখুন

ওয়ারিশ সনদ আবেদনের নমুনা
ওয়ারিশ সনদ আবেদনের নমুনা।

এখানে একটি সনদ এর নমুনা দেওয়া রয়েছে, হবে বিভিন্ন এলাকায় অন্য ভাবে ডিজাইন করে থাকে। আপনি চাইলে খুব সহজে এমন একটি সনদ ডিজাইন করতে পারেন। অথবা ওয়ারিশ সনদ ফরম পিডিএফ ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে।

এখানে যেসকল নমুনা রয়েছে ঠিক এই ভাবে আপনাকে একটি ফরম বানাতে হবে। এবং সেই ফরম সহ অন্যান্য তথ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ওয়ারিশ সনদ হয়ে যাবে।

ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ PDF

অনলাইনে অনেক ওয়ারিশ সনদ ফরম ইউনিয়ন পরিষদ pdf download করার ওয়েবসাইট পেয়ে যাবেন। এছাড়াও নীচের লিঙ্কে ক্লিক করে ওয়ারিশ সনদ ডাউনলোড করতে পারবেন।

⇒ওয়ারিশ সনদ ফরম ডাউনলোড

এটি আপনাকে পরবর্তী যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে এটার কপি নিয়ে আসবেন। এবং, এখানে যেসকল তথ্য আপনার দেওয়ার প্রয়োজন সেগুলো লিপিবদ্ধ করে নিবেন। এবং স্বাক্ষর এর স্থান ফাঁকা রাখবেন। সমস্ত কাগজ সঙ্গে নিয়ে চলে যাবেন ইউনিয়ন চেয়ারম্যান এর কাছে, তিনি বা তার সহকারীর মাধ্যমে সমস্ত কাগজ যাচাই করে আপনাকে এই সনদ প্রদান করবে। এরপর, আপনি যেকোনো কাজে এটি ব্যবহার করতে পারবেন।

আশাকরি বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।

Leave a Comment