এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম।

এমআরপি (MRP) পাসপোর্ট কিভাবে অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে চেক করবেন! বিস্তারিত জানতে এই পোষ্টটি দেখুন। যদি আপনি এমআরপি পাসপোর্ট আবেদন করে থাকেন, অথবা আপনার কাছে যদি একটি এমআরপি পাসপোর্ট থাকে, তাহলে সেটি কিভাবে চেক করবেন।

আমরা পূর্বে দেখেছিলাম ই-পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে। এই পোস্টে জানবো কিভাবে এমআরপি পাসপোর্ট চেক করতে হয়। এর জন্য আমাদের দুটি জিনিস প্রয়োজন হবে। তাহলে যেকোনো সময় আপনি আপনার MRP PASSPORT CHECK করতে পারবেন।

এমআরপি পাসপোর্ট চেক।

যদি আপনি এমআরপি পাসপোর্ট আবেদন করে থাকেন! তাহলে অবশ্যই আপনাকে চেক সম্পর্কেও জানতে হবে। কেনোনা, এতে করে আপনাকে বেশি হয়রানি বা ঘুরতে হবে না। সাধারণত আপনাকে কিছুদিন পর পর পাসপোর্ট অফিসে গিয়ে এটা খোজ খবর নিতে হয়! তবে, যদি আপনি ঘরে বসে দেখতে পারেন আপনার এমআরপি পাসপোর্ট এর অবস্থা, সেক্ষেত্রে আপনাকে বার বার যেতে হবে না।

দুটি উপায়ে আপনি এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন। (web) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে MRP PASSPORT CHECK করা যাবে। এবং, (sms) যেকোনো মোবাইল ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে mrp passport check করা যাবে।

তবে, আমাদের বেশ কয়েকটি তথ্য জানতে হবে। যদি, আপনার কাছে এই তথ্য না থাকে, এক্ষেত্রে আপনাকে যেসমস্ত কাগজ দেওয়া হয়েছিল! সেই কাগজ সঠিক ভাবে চেক করলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এবং, যেকোনো একটি উপায় অবলম্বন করে আপনার এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন।

এমআরপি পাসপোর্ট চেক করতে কি লাগে।

আমাদের এমআরপি পাসপোর্ট চেক করতে দুটি তথ্যের প্রয়োজন হবে। (১) ENROLLMENT ID (২) Date of birth এই দুটি তথ্যের সাহায্যে আমরা অনলাইনে আমাদের এমআরপি পাসপোর্ট সম্পর্কে জানতে পারব।

যখন আপনি এমআরপি পাসপোর্ট এর জন্য আবেদন করেন! সর্বশেষ আপনাকে একটি delivery slip দেওয়া হবে। সেখানে আমার আমাদের কাঙ্খিত Enrollment id পেয়ে যাবো। এটি, আপনার ডেলিভারি স্লিপের উপরের কর্নারে লাল কালারের দেখতে পাবেন।

উদাহরণ: Your Enrollment ID 98765400032156 এমন থাকবে। আপনাকে উপরের নাম্বার টুকু কপি করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে এমআরপি পাসপোর্ট চেক করতে বা এসএমএস এর মাধ্যমে চেক করতে আপনার এই তথ্যটি প্রয়োজন হবে।

এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম।

অনলাইনে এমআরপি পাসপোর্ট চেক করতে http://passport.gov.bd/onlinestatus এখানে গিয়ে, Enrolment ID লিখুন এরপর, Date of Birth লিখে নিচের ক্যাপচা কোড পূরণ করে, SEARCH লিখাতে ক্লিক করলে আপনার এমআরপি পাসপোর্ট চেক ফলাফল দেখতে পারবেন।

উপরের নিয়ম অনুযায়ী আপনি যদি সকল তথ্য প্রদান করেন! তাহলে, আপনার এমআরপি পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন। পাসপোর্ট আবেদনের পর বেশকয়েকটি ধাপ পার হয়ে কাঙ্খিত পাসপোর্ট আমাদেরকে প্রদান করা হয়। এবং, সকল ধাপ ও কার্যক্রম আমরা চাইলে অনলাইনেই দেখতে পারবো।

MRP PASSPORT APPLICATION STATUS CHECK করার জন্য নিচের ছবি গুলো লক্ষ্য করুন।

MRP PASSPORT APPLICATION STATUS

নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য, http://passport.gov.bd/onlinestatus সাইটে গিয়ে Enrollment আইডি নাম্বার লিখুন। এরপর, DD-MM-YYY এভাবে আপনার জন্ম তারিখ লিখুন। সর্বশেষ captcha কোড লিখে সার্চ ক্লিক করলে আপনার এমআরপি পাসপোর্ট এর তথ্য দেখা যাবে।

এসএমএস দিয়ে এমআরপি পাসপোর্ট চেক।

এখন আমরা mrp passport check by sms সম্পর্কে জানার চেষ্টা করবো। যেকোনো মোবাইল দিয়ে আপনি এসএমএস দিয়ে জানতে পারবেন আপনার এমআরপি পাসপোর্ট হয়েছে কিনা। এর জন্যও কিন্তু আপনার এনরোলমেন্ট আইডির প্রয়োজন হবে।

তবে, এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য কোনো জন্ম তারিখ প্রয়োজন হবে না। শুধুমাত্র enrollment আইডি লিখে সেন্ড করলেই আপনার পাসপোর্ট এর তথ্য দেখতে পারবেন ফিরত মেসেজে।

এসএমএস এর মাধ্যমে এমআরপি পাসপোর্ট চেক করতে, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MRP (Space) 123456789997 এবং পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে। একটু অপেক্ষা করার পর ফিরত মেসেজে আপনার এমআরপি পাসপোর্টের তথ্য দেখা যাবে।

SMS দিয়ে এমআরপি পাসপোর্ট চেক করতে, অবশ্যই আপনাকে সঠিক আইডি লিখতে হবে। MRP লিখে একটি স্পেস দিবেন। এরপর, আপনার Enrollment id সঠিক ভাবে লিখবেন। এরপর Send করে দিবেন। কিছুক্ষণ পর দেখা যাবে আপনার মেসেজের উত্তর এসেছে! সেখানে বিস্তারিত বলা থাকবে।

আশাকরি বুঝতে পেরেছেন! যদি কোনো কিছু বুঝতে সমসসা হয়, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Leave a Comment