ই-পাসপোর্ট চেক করার নিয়ম জানতে এই পোস্ট দেখুন। বর্তমান সময়ে সব কিছু ডিজিটাল, সেই রকম পাসপোর্ট এর মধ্যেও পরিবর্তন হয়েছে। এমআরপি পাসপোর্ট এর পাশাপাশি চালু হয়েছে ই- পাসপোর্ট। কীভাবে অনলাইনে ই-পাসপোর্ট চেক করবেন।
যদি আপনি নতুন ই-পাসপোর্ট আবেদন করে থাকেন! অথবা আপনার কাছে যদি একটি ই- পাসপোর্ট থাকে, তাহলে সেটি অনলাইনে চেক করতে পারবেন যেকোনো সময়। এর জন্য কি কি প্রয়োজন হবে জানতে পারবেন এই পোস্টের মধ্যে। বর্তমানে সব কিছুর মধ্যেই ভেজাল, সাধারণত যারা কাজের জন্য দেশের বাহিরে যাবেন! তারা অবশ্যই অনলাইনে পাসপোর্ট চেক করে নিবেন। পাসপোর্ট কয়েকপ্রকার রয়েছে। ই-পাসপোর্ট বাংলাদেশে জনপ্রিয়।
ই-পাসপোর্ট চেক।
আপনি যদি বাংলাদেশী ই-পাসপোর্ট চেক করতে চান। তাহলে সব থেকে সহজ উপায় হলো online E-PASSPORT check করা। কেননা, এতে আপনার সময় খুব লাগবে! এবং আপনার পাসপোর্ট চেক এর ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন।
Online Registration ID অথবা Application ID মাধ্যমে অনলাইন থেকে আপনার ই-পাসপোর্ট এর তথ্য জানতে পারবেন। অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে যেকোনো ব্যক্তির তার পাসপোর্ট সম্পর্কে জানতে পারবে। আপনাকে আর বার বার পাসপোর্ট অফিসে গিয়ে হয়রানি হতে হবে।
অনলাইনে আপনার ই-পাসপোর্ট বর্তমান অবস্থা দেখতে পারবেন। এবং এখানে যদি দেখতে পান আপনার ই-পাসপোর্ট তৈরি হয়েছে! তাহলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নেয় কিভাবে অনলাইন ই- পাসপোর্ট চেক করতে হয়।
ই-পাসপোর্ট চেক করার নিয়ম।
ই-পাসপোর্ট চেক করতে https://www.epassport.gov.bd/authorization/application-status সাইটে গিয়ে আপনার Online Registration ID অথবা, Application ID লিখুন। এরপর, আপনার জন্ম তারিখ (DD-MM-YYY) লিখে, I am human চেপে ক্যাপচা পুরন করে “Check” ক্লিক করলেই দেখতে পারবেন ই-পাসপোর্ট চেক ফলাফল।
যদি আপনি ই-পাসপোর্ট আবেদন করে থাকেন! তাহলে অবশ্যই আপনার কাছে Application ID রয়েছে। অথবা অনলাইনে আবেদন করলে Online Registration ID থাকবে, এই তথ্যটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানার জন্য।
এবং, ই-পাসপোর্ট আবেদনের সময় যে জন্ম তারিখ দিয়েছেন সেটিও এখানে লিখতে হবে। এছাড়াও আপনাকে একটি ক্যাপচা কোড লিখতে হবে। এটা ভুল করলে আপনার পাসপোর্টের তথ্য আসবে না।
ই-পাসপোর্ট হয়েছে কিনা চেক পদ্ধতি।
আপনার ই-পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন Passport application status check ওয়েবসাইটে থেকে। যখন আপনি ই-পাসপোর্ট আবেদন করে এরপর আপনাকে দুইকপি কাগজ দেওয়া হয়েছিল সেখানে দেখতে পারবেন Online Registration ID বা (OID) এর পাশে কয়েক ডিজিটের সংখ্যা রয়েছে। এটি প্রয়োজন হবে অনলাইনে ই পাসপোর্ট চেক করার জন্য
ই-পাসপোর্ট হয়েছে কিনা দেখতে epassport status check ওয়েবসাইটে গিয়ে আপনার Online Registration ID বা (OID) অথবা, Application লিখতে হবে। এই দুটি তথ্য আপনার ই-পাসপোর্ট আবেদন সামারিতে পেয়ে যাবেন। এরমধ্যে যেকোনো একটি তথ্য এখানে দিতে হবে।
এরপর, আপনার যে birth of date অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়েছিলেন পাসপোর্ট আবেদনের সময়! সেটি এখানে লিখতে হবে। অবশ্যই DD-MM-YYY (দিন মাস বছর) এভাবে লিখতে হবে বা সিলেক্ট করতে হবে।
এরপর, I am human নামের একটি বক্স দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনাকে কিছু ছবি সিলেক্ট করতে বলা হবে। উপরে তার চিহ্ন থাকবে সেটা দেখে এটা সঠিক ভাবে পূরণ করবেন।
সর্বশেষ, ই-পাসপোর্ট স্ট্যাটস দেখার জন্য Check বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা। যদি সকল তথ্য সঠিক ভাবে ইনপুট করেন তাহলে আপনার ই-পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে পারবেন। কোনো তথ্য ভুল ইনপুট করলে আপনার সামনে কোনো ইনফো আসবে না।
এসএমএস (SMS) দিয়ে ই-পাসপোর্ট চেক
এসএমএস দিয়ে ই-পাসপোর্ট চেক করতে পারবেন। অনলাইনের পাশাপশি এখন epassport check by sms কিভাবে করবেন। এরজন্য আমাদের যেভাবে ডায়াল করতে হবে।
SMS দিয়ে ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, START <space> EPP <space> Application-ID লিখে পাঠিয়ে দিন 16445 নম্বরে। ফিরত মেসেজের মাধ্যমে জানতে পারবেন আপনার পাসপোর্ট হয়েছে কিনা। অথবা, ইপাসপোর্ট বর্তমান অবস্থা জানা যাবে।
এসএমএস দিয়ে পাসপোর্ট চেক করতে আপনাকে একটি ফোনের মেসেজ অপশনে যেতে হবে। এরপর, সেখানে START লিখে একটি স্পেস দিবেন, এরপর , EPP এটি লিখে আরো একটি স্পেস দিবেন, এরপর, অ্যাপলিকেশন আইডি নম্বর লিখবেন। এবং, সেন্ড করতে হবে 16445 নাম্বারে।
উদাহরণ: START EPP 123456789
আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে ই-পাসপোর্ট চেক করতে হয়। আপনার ই-পাসপোর্ট চেক করতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা আপনার সহায়তা করবো।