অনলাইনে মামলা দেখার নিয়ম।

কিভাবে ঘরে বসে মামলা দেখবেন? জানতে হলে এই পোস্টটি দেখুন। যদি, আপনার কোনো মামলা থাকে তাহলে ঘরে বসে সেটির বর্তমান অবস্থা জানতে পারবেন। এবং, মামলার আদেশ, নির্দেশ সকল কিছু দেখতে পারবেন ঘরে বসেই।

কোনো ব্যক্তির নামে থানায় মামলা হলে বুঝবেন কিভাবে! সাধারণত ব্যক্তির নাম দিয়ে মামলা বের কর করার জন্য আপনাকে স্থানীয় থানায় যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে, ব্যক্তির নাম, সম্ভব্য যে মামলা করতে পারে, এবং ঘটনাস্থল ইত্যাদি তথ্য দিয়ে আপনি দেখতে পারবেন মামলা হয়েছে কিনা।

অনলাইনে কিভাবে মামলা দেখবো।

যদি আপনার কোর্টে কোনো প্রকার মামলা থাকে! তাহলে সেটি অনলাইনে দেখা যাবে। এবং, সেই মামলার যাবতীয় তথ্য দেখতে পারবেন অনলাইনে। এর জন্য আমাদের বেশকয়েকটি তথ্যের প্রয়োজন হবে।

  • বিভাগ।
  • জেলা।
  • আদালতের ধরন।
  • মামলা নাম্বার / সাল।

অর্থাৎ, আপনাকে আপনার বিভাগ, জেলা, আদালতের ধরন ও মামলা নাম্বার ও সাল দিতে হবে। এইসব তথ্য দিয়ে দেখতে পারবেন আপনার মামলার অবস্থা। অনলাইনে মামলা দেখার দুটি সহজ উপায় রয়েছে।

causelist.judiciary.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে মামলা দেখা যাবে। Mycourt অ্যাপ দিয়ে মামলা দেখা যাবে। আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার মামলার অবস্থা দেখবেন।

অনলাইনে মামলা দেখার নিয়ম।

অনলাইনে মামলা দেখতে https://causelist.judiciary.gov.bd/caseinfo এখানে গিয়ে বিভাগ, জেলা, আদালতের ধরন, দিন। এরপর, মামলা নাম্বার লিখে অনুসন্ধানে ক্লিক করলে আপনার মামলার সকল তথ্য চলে আসবে। এখানে মামলার শুনানির তারিখ, কার্যক্রম, সংক্ষিপ্ত আদেশ ও মামলার চলমান অবস্থা দেখতে পারবেন।

আদালতের মামলা অনলাইনে দেখতে আপনাকে সঠিক আদালত নির্বাচন করতে হবে। কেননা, জেলা আদালতে অনেক গুলো আদালতের ধরন থাকে। এখান থেকে মামলা দেখতে আপনাকে নির্দিষ্ট কোর্ট নির্বাচন করতে হবে। তাহলে ফলাফল আসবে।

তবে, আপনার যে মামলার নাম্বারটি রয়েছে, সেটি দিয়ে সার্চ করার পর আপনার সামনে অনেক গুলো মামলার লিস্ট আসবে। সেখানে আপনাকে একটি একটি করে চেক করতে হবে। অনেক সময় কোর্ট থেকে একই তারিখ অনেকজন কে দিয়ে থাকে। যেমন আমাদের মামলা নাম্বার হলো (01/2024) এটি সার্চ দেওয়ার পর প্রায় ১২টি মামলা এসেছে। এখান থেকে আপনাকে একটি একটি করে চেক করতে হবে।

অনলাইনে মামলা অনুসন্ধান করুন।

সর্বপ্রথম মামলার কার্যতালিকা দেখতে https://causelist.judiciary.gov.bd সাইটে গিয়ে “মামলা অনুসন্ধান করুন” এখানে যাবেন।

https://causelist.judiciary.gov.bd/caseinfo

এখানে মামলার যাবতীয় তথ্য দিতে হবে। (মামলার নাম্বার কোথায় পাবো? উত্তর: আপনার যে আইনজীবী রয়েছে তাকে জিজ্ঞেস করবেন এবং তার থেকে মামলার নাম্বার ও আদালতের নাম যেনে নিবেন) কেননা অনেকেই জানেনা মামলার তারিখ বা আদালতের নাম। তাই চেষ্টা করবেন জেনে নেওয়ার।

দেখুন আমরা আমাদের মামলার যাবতীয় তথ্য দেওয়ার পর অনেক গুলো মামলা এসেছে। আমি আগেই বলেছি, যদি সার্চ দেওয়ার পর অনেক মামলা আসে তাহলে আপনাকে একটা একটি করে চেক করতে হবে। অথবা, আপনার যদি মামলার ধরন মনে থাকে তাহলে সেটি দেখে “দেখুন” এখানে ক্লিক করলে আপনার মামলার অবস্থা দেখতে পারবেন।

মামলার বর্তমান অবস্থা দেখার নিয়ম

এখন দেখুন আমাদের মামলার সকল তথ্য দেখা যাচ্ছে। এভাবে খুব সহজে আমরা অনলাইনে আমাদের মামলার তথ্য দেখতে পারবো। এবং মহামান্য জজ এর আদেশ সহ সকল তথ্য দেখা যাবে এখানে।

মামলার নাম্বার বের করার উপায়।

যদি আপনার কাছে আদালতের মামলার নাম্বার না থাকে! তাহলে অনলাইনে আপনি আপনার মামলা দেখতে পাবেন না। এরজন্য আপনাকে কয়েক ভাবে চেষ্টা করতে হবে। আশাকরি আমাদের দেওয়া তথ্য অনুসরণ করলে মামলার নাম্বার পেয়ে যাবেন।

১। আইনজীবীর থেকে মামলার নাম্বার নিন। আপনার যে এডভোকেট রয়েছে, বা যে আপনার মামলাটি শোনানি করতেছে তার থেকে এই তথ্য নিতে পারবেন। অথবা, তার যে সহকারী (assistant) রয়েছে তাকে বলবেন , আপনার মামলার বিভাগ, জেলা, আদালতের ধরন, মামলা নাম্বার ও সাল লিখে দিতে। তাহলে সে আপনাকে সমস্ত তথ্য লিখে দিবে।

২। আদালতের পেশকার এর থেকে মামলা নাম্বার নিন। আপনাকে হাজিরা দেওয়ার জন্য যে আদালতে যেতে হয়! অর্থাৎ, যেই ঘরে আপনার মামলার শুনানি হয়, সেখানে জজের নিচে একজন ব্যক্তি থাকে, পেশকার নামে সম্বোধন করা হয় তাকে। তার থেকে আপনি মামলার যাবতীয় তথ্য লিখে নিতে পারেন।

একবার যদি, আপনার মামলার তথ্য জানতে পারেন! তাহলে সেটি অনলাইনে উপরের নিয়ম অনুযায়ী সার্চ করে সকল তথ্য দেখতে পারবেন। এখানে পরবর্তী তারিখ ও দেখা যাবে। এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আশাকরি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Leave a Comment